ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভালুকা পৌরসভার অধিকাংশ রাস্তা বেহাল

প্রকাশিত: ০৪:০৩, ২৬ অক্টোবর ২০১৬

ভালুকা পৌরসভার অধিকাংশ রাস্তা বেহাল

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৫ অক্টোবর ॥ ভালুকা পৌরসভার অধিকাংশ রাস্তা জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ও নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ হওয়ায় এমন হয়েছে বলে পৌরবাসীর অভিযোগ। জানা যায়, উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র রাস্তাটি গত ছয় মাস ধরে করুণ অবস্থায় পরিণত হলেও পৌর কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই। চরম বিপদের সম্মুখীন হতে হচ্ছে রোগীদের। এদিকে পৌরসভার মেজরভিটা থেকে টিএন্ডটি অফিস পর্যন্ত রাস্তাটি বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে। টিএন্ডটি রোড মসজিদের অদূরে বক্স কালভার্টের দুই পাশে কার্পের্টিং উঠে গিয়ে যান চলাচল তো দূরের কথা হেঁটেও চলাচল করা দুষ্কর। তাছাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভালুকা ডিগ্রী কলেজের পশ্চিম পাশে মহাসড়ক থেকে ভা-াব মোল্লাবাড়ি সড়কটি একই অবস্থা বিরাজ করছে। মহাসড়ক থেকে হাসেন আলী শেখের বাড়ি পর্যন্ত প্রায় দুই হাজার ফুট রাস্তাটি সারাবছরই কর্দমাক্ত অবস্থায় থাকে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমনকি রাস্তার দু’পাশের বাসা-বাড়ির বর্জ্যসহ টিউবওয়েলের পানি রাস্তার উপর ফেলার কারণে এমনটি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন। এ ব্যাপারে ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম জানান, ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন সড়কের খোঁজখবর নেয়া হয়েছে। নবেম্বরে টেন্ডারের মাধ্যমে ওই সড়কগুলোর সংস্কার করা হবে। বাঘার প্রগতি পার্কে অনৈতিক কাজ ॥ ৬ নারীসহ আটক ১৪ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘার একটি পার্কে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় নারীসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার প্রগতি পার্ক থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, উপজেলার সরেরহাট এলাকায় অবস্থিত প্রগতি পার্কে দীর্ঘদিন থেকে বিভিন্ন বয়েসের ছেলে-মেয়েরা এসে আড্ডা দেয়। কখনও কখনও অনৈতিক কাজে লিপ্ত হয়। এ নিয়ে ওই এলাকার মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ রয়েছে। সর্বশেষ মঙ্গলবার দুপুরে এলাবাসীর দেয়া অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ নারীসহ ৮ যুবককে আটক করে। আটককৃতরা হলেনÑ নাটোরের বনপাড়া গ্রামের আশিক ও শাপলা, বড়াইগ্রামের মোজাফর ও সুমি, লালপুর এলাকার মিজানুর ও প্রিয়া, ধলাই গ্রামের জিয়া ইসলাম-রুমা ও শাম্মি, বাঘার তেঁথুলিয়া এলাকার হাবিবর ও শেলী এবং একই উপজেলার চ-িপুর গ্রামের সাগর। স্থানীয়রা অভিযোগ করেন, বাঘার প্রগতি পার্কে উঠতি বয়সের ছেলেমেয়েদের উপস্থিতি বেশি। পার্কের মধ্যে বেশ কিছু খুপরি ঘর রয়েছে। টাকার বিনিময়ে সেসব খুপরিতে ঘণ্টাচুক্তি ভাড়া দেয়া হয়। তানোরে রুবেল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোর উপজেলার গৌরাঙ্গপুর গ্রামের যুবক রুবেল হত্যাকা-ের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে গ্রামবাসীর নারী-পুরুষ স্থানীয় মু-ুমালা পৌর বাজারে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে সমাবেশ করেন তারা। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে রুবেল হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে দ্রুত বিচার দাবি করেন। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, রুবেল হত্যার পাঁচদিন অতিবাহিত হলেও মামলার অগ্রগতি নেই। প্রধান আসামিকে গ্রেফতার করছে না বলেও অভিযোগ তুলেন তারা। সমাবেশে অন্যদের মধ্যে গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা সমশের আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, মু-ুমালা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, মাসুদ রানা কালু ও নিহতের ছোট ভাই রাসেল বক্তব্য রাখেন। কুয়েটে ভর্তি পরীক্ষা শুক্রবার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত কুয়েটসহ সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে একসঙ্গে অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১৪টি বিভাগে মোট ১০০৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৭১৭ জন।
×