ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাউফলে ওয়াকফ জমি দখল করে ইটভাঁটি

প্রকাশিত: ০৪:০২, ২৬ অক্টোবর ২০১৬

বাউফলে ওয়াকফ জমি দখল করে ইটভাঁটি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ অক্টোবর ॥ কালাইয়া বাণিজ্যিক বন্দরে সরকারী ওয়াকফ এস্টেটের (আবদুল হক ওয়াকফ এস্টেট ইসি নং-২১৭৯) এক একর ৫৭ শতাংশ জমি অবৈধভাবে দখল করে ইটভাঁটি নির্মাণ করা হয়েছে। যুবলীগ নেতা মিজানুর রহমান ওরফে মিজান মোল্লা ইটভাঁটিটি স্থাপন করেছেন। ইটভাঁটির ধোঁয়ায় ফসলি জমির ফলনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ বিনষ্টকারী ওই ইটভাঁটি উচ্ছেদ করে জমি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পরিবেশের কোন ক্ষতি হয় না বলে দাবি করে যুবলীগ নেতা মিজান মোল্লা বলেন, শাহজাদা মিয়া নামে ওয়াকফ এস্টেটের এক মোতোয়ালির কাছ থেকে ওই জমি তিনি লিজ নিয়েছেন। ইটভাঁটি করার অনুমোদন আছে কিনা, জানতে চাইলে তিনি কিছু বলতে পারেননি। বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, শাহজাদা মিয়া নামে ওই ওয়াকফ এস্টেটের কোন মোতোয়ালি নেই। বর্তমান মোতোয়ালির দায়িত্বে আছেন জাহাঙ্গীর হোসেন মিয়া ও সোলায়মান মিয়া। নিয়মানুযায়ী ওয়াকফ এস্টেটের কোন জমি লিজ দেয়ার আগে ওয়াকফ প্রশাসকের অনুমতি নিতে হয়। সে অনমুতিও ওই এস্টেটের মোতোয়ালিদের দেয়া হয়নি। আইডিবি-বিআই এসইডব্লিউ স্কলারশিপ সার্টিফিকেট বিতরণ আইডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ প্রোগ্রামের ১-২০তম রাউ-ের আইটি স্কলারশিপ প্রোজেক্টের গ্র্যাজুয়েটদের জন্য সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান গত ২১ অক্টোবর আইডিবি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকল্পাধীন ৮টি ভিন্ন ভিন্ন কোর্সে ২৭৭ গ্র্যাজুয়েট তাদের প্রোফেশনাল ডিপ্লোমা সার্টিফিকেট গ্রহণ করেন। প্রকল্প কর্তৃপক্ষ এবং কনসালটেন্টগণ গ্র্যাজুয়েটদের আইটি স্কলারশিপ প্রকল্পের ‘দূত’ হিসেবে অভিহিত করেন এবং সফল গ্র্যাজুয়েটদের মধ্যে যারা আইটি ডিপ্লোমা প্রশিক্ষণ সম্পন্ন করে বর্তমানে কর্মজীবনে তাদের দক্ষতা প্রমাণ করতে পেরেছে তাদের অভিনন্দন জানান। -বিজ্ঞপ্তি ইইউ শিক্ষাবৃত্তি পেল ২৫ শিক্ষার্থী ইস্টার্র্ন ইউনিভার্সিটি (ইইউ) প্রতি বছরের মতো এবারও ২০১৫ সালের ২৫ কৃতী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি দিয়েছে। মেধাবী ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের মাঝে নিজস্ব তহবিল থেকে এই অর্থ দিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যগণ। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ইস্টার্র্ন ইউনিভার্সিটি ৩৫ কোটিরও অধিক টাকা শিক্ষাবৃত্তি এবং আর্থিক সাহায্য প্রদান করেছে। সোমবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। ইইউর উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজুল ইসলাম। -বিজ্ঞপ্তি
×