ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিরসন হবে জলাবদ্ধতা

খুলনায় ভদ্রা ও সালতা নদী খনন করা হচ্ছে

প্রকাশিত: ০৪:০১, ২৬ অক্টোবর ২০১৬

খুলনায় ভদ্রা ও সালতা নদী খনন করা হচ্ছে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার ভদ্রা ও সালতা নদী খননের জন্য পদক্ষেপ নেয়া হয়েছে। ইতোমধ্যে একনেকে এ দুইটি নদী খনন প্রকল্প বাস্তবায়নে ৭৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্প বাস্তবায়ন করবে। নদী দুইটির খনন কাজ সম্পন্ন হলে বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়া এলাকার জলবদ্ধতা সমস্যা নিরসন হবে বলে আশা করা হচ্ছে। জানা যায়, ডুমুরিয়া উপজেলার বুকচিড়ে বয়ে যাওয়া এককালের প্রমত্ত ভদ্রা নদীটি এখন ভরাট হয়ে গেছে। নদীটির এক অংশ এঁকে বেঁকে সাগরের সঙ্গে মিশেছে। অপর অংশ ডুমুরিয়ার শোলগাতিয়া এলাকার বুড়িভদ্রায় গিয়ে মিশেছে। ভদ্রা নদীর সংযোগ থেকে বটিয়াঘাটা উপজেলার শৈলমারী নদীতে মিশেছে সালতা নদী। ভদ্রা নদীর প্রায় ৩০ কিলোমিটার পলি জমে ভরাট হয়েছে, নাব্য হারিয়েছে। সালতা নদীটিও অনেকটাই ভরাট হয়ে গেছে। প্রভাবশালীরা যে যার মতো করে ভরাট হওয়া ভদ্রা ও সালতার ভরাট অংশ অবৈধভাবে দখলে নিয়েছে। নদী দুইটি ভরাট হওয়ায় বিলডাকাতিয়াসহ ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বিভিন্ন ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্ভোগের শিকার হচ্ছে এলাকাবাসী। এমন পরিস্থিতিতে ভরাট হয়ে যাওয়া ভদ্রা ও সালতা নদীতে পানিপ্রবাহ সৃষ্টির জন্য স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ’র প্রচেষ্টায় নদী দুইটি খননের উদ্যোগ নেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ২০১৬- ২০১৭ অর্থবছরে খনন কাজ শুরু হয়ে শেষ হবে ২০১৮-২০১৯ অর্থবছরে। ভদ্রা নদীটি দুই প্রান্ত থেকে ভিন্ন ভিন্ন মাপে খনন করা হবে। এর মধ্যে দক্ষিণ অংশে ডুমুরিয়ার দিঘেলা থেকে ডুমুরিয়া বাজার পর্যন্ত ১১ দশমিক ৭ কিলোমিটার এবং উত্তরাংশের তেলিগাতি হতে ডুমুরিয়া বাজার পর্যন্ত ৯ দশমিক ৮ কিলোমিটার খনন করা হবে। দিঘেলার ভদ্রার মুখে ১০ ভেনের স্লুইস গেট নির্মাণ করা হবে। তেলিগাতিতেও একটি স্লুইস গেট নির্মিত হবে। ভদ্রা নদীটি খননের সম্ভাব্য মাপ নির্র্ধারণ করা হয়েছে উপরে ১১০ মিটার এবং তলদেশ ৬০ মিটার। এছাড়া সালতা নদীটি ডুমুরিয়া বাজারের ভদ্রা নদী থেকে শুরু হয়ে ৯ কিলোমিটার খনন করে শৈলমারী নদীর সঙ্গে সংযুক্ত করা হবে। সালতা নদীর তলদেশে ১০ মিটার সম্ভাব্য মাপ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ২৯ পোল্ডারের সেকশন অফিসার মোঃ রাশেদুল ইসলাম ও ২৭/২ পোল্ডারের সেকশন অফিসার হাসনাতুজ্জামান বলেন, খোলা দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে ভদ্রা ও সালতা নদী খনন প্রকল্প বাস্তবায়ন করা হবে। তারা জানান, সরকার ভদ্রা নদীর ভরাট হওয়া এক অংশে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নিয়েছে। নদী দুটি এস্কেভেটর দিয়ে খনন করা হবে বলে তারা উল্লেখ করেন। স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, নদী দুটি খনন করা হলে বিল ডাকাতিয়াসহ এ অঞ্চলের জলাবদ্ধতার নিরসন হবে।
×