ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমস্যা নিরসনে বিবি’র বৈঠক কাল

প্রকাশিত: ০১:০৬, ২৫ অক্টোবর ২০১৬

আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমস্যা নিরসনে বিবি’র বৈঠক কাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের মন্দাভাবের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগী প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের সুদ ব্লক করে রাখায়ও তাদের সমস্যা হচ্ছে। এতে এ খাতে দুর্বল ও ঝুঁকিপূর্ন আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বাড়ছে। এমন বাস্তবতায় আগামীকাল বুধবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সাথে বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ফজলে কবির। চলতি বছরের জুনভিত্তিক আর্থিক প্রতিবেদনের ওপর এই বৈঠক হবে। জানা গেছে, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের আগে ব্যবসার মূল ভরসা ছিল ব্যাংক আমানত। কিন্ত কেন্দ্রীয় ব্যাংকের নমনীয় নীতির কারণে তারা এখন জনসাধারণ থেকে স্বল্পমেয়াদি আমানতও সংগ্রহ করতে পারছে। তবে তা অপ্রতুল। এজন্য বন্ড মার্কেন্ট উন্নয়নের দাবিয়ে জানিয়ে আসছে আর্থিক প্রতিষ্ঠানগুলো। বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বন্ড মার্কেন্ট উন্নয়নে কর অব্যাহতি সুবিধা পুনর্বহালের দাবি জানানো হবে। জানা গেছে, ২০০৮-০৯ অর্থবছর থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য জিরো কুপন বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বৈঠকে আর্থিক প্রতিষ্ঠানে বীমা কোম্পানির বিনিয়োগ সীমা বৃদ্ধি ও আর্থিক প্রতিষ্ঠানের প্রদত্ত সেবার বিপরীতে সার্ভিস চার্জ পুননির্ধারণের দাবি জানানো হবে।
×