ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেলফি তুলতে গিয়ে পদ্মায় সলিস সমাধি কলেজ ছাত্র রাকিবুলের

প্রকাশিত: ০০:০৩, ২৫ অক্টোবর ২০১৬

সেলফি তুলতে গিয়ে পদ্মায় সলিস সমাধি কলেজ ছাত্র রাকিবুলের

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মোবাইলে সেলফি তুলতে গিয়ে পদ্মায় পরে আর ফেরা হলো না ঢাকার কবি নজরুল কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র রাকিবুল হাসানের (১৭) । আজ মঙ্গলবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ৩ নং ফেরি ঘাট সংলগ্ন পদ্মায় এ ঘটনা ঘটে। লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান জানান, রাকিবুল মঙ্গলবার তার ক্লাসের আরো ৫ বন্ধুকে নিয়ে শিমুলিয়া ঘাটে বেড়াতে আসে। এ সময় তারা ৩ নং ঘাট সংলগ্ন পদ্মার পারে মোবাইলে সেলফি তুলছিল। কিন্তু হঠাৎ রাকিবুল পা ফসকে পদ্মায় পরে হারিয়ে যায়। দীর্ঘক্ষণে সে ফিরে না আসায় স্থানীয়রাও পদ্মায় খোঁজাখোঁজি করে তাকে না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ফায়ার সার্ভিসে খবর দেয়। শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল তরিৎ ঘটনাস্থলে পৌছে রাকিবুলের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে রাকিবুল যখন পদ্মায় পা ফসকে পরে যায়, তখন পদ্মার তলে চোরা বালুতে তার পা আটকে যায়। সে আর উঠে আসতে না পেরে সেখানেই দম বন্ধ হয়ে মারা যায়। কারণ ফায়র সার্ভিসের সদস্যরা তার লাশটি ওই স্থানে পদ্মার নদীর মাটিতে পা আটকা অবস্থায় উদ্ধার করে। তাই ¯্রােতের মধ্যেও লাশ ভেসে দূরে যেতে পারেনি। রাকিবুল হাসান ঢাকার ২৬৩/৩ লাল বাগের ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের পুত্র। তাদের গ্রামের বাড়ি জাজিরা উপজেলায় বলে জানা গেছে। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তানান্তর করা হয়েছে।
×