ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধামইরহাটে ভুল চিকিৎসায় মারা গেছে কৃষকের ৮টি গরু॥ হাতুড়ে চিকিৎসকের জরিমানা

প্রকাশিত: ২৩:২২, ২৫ অক্টোবর ২০১৬

ধামইরহাটে ভুল চিকিৎসায় মারা গেছে কৃষকের ৮টি গরু॥ হাতুড়ে চিকিৎসকের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর ধামইরহাটে ভুল চিকিৎসার কারণে গত ১৫ দিনের ব্যবধানে মারা গেল কৃষকের ৮টি গরু । উপজেলা প্রাণী সম্পদ অফিসের আনাড়ী ও অদক্ষ চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে ১১ জনের মধ্যে মাত্র ৪ জন চিকিৎক দিয়ে জোড়াতালি দিয়ে পশু চিকিৎসা চলছে। রবিবার সন্ধ্যায় উমার ইউপি ভবনে এক বৈঠকে শফিকুল ইসলাম নামে এক অদক্ষ পশু চিকিৎসকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ে বর্তমানে জনবল সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ১১টি পদ থাকলেও মাত্র ৪জন দিয়ে পুরো উপজেলায় পশু চিকিৎসা চলছে। বর্তমানে একজন প্রাণি সম্পদ কর্মকর্তা, ১জন ভিএফএ, ১জন এফএএআই ও ১জন পিয়ন দিয়ে দৈনন্দিন কাজকর্ম চলছে। দীর্ঘ প্রায় ২ বছর ধরে ভেটেনারী সার্জনের পদ ফাঁকা রয়েছে। ফলে আনাড়ী চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে গিয়ে গত ১৫ দিনের ব্যবধানে ৮টি গরু মারা গেছে। এর মধ্যে ৪টি বাছুর ও ৪টি গর্ভবতী গাভী রয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন তরুণকে যুব উন্নয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রাণি সেবার জন্য প্রশিক্ষণ দেয়া হয। কিন্তু তাদের প্রয়োজনীয় লাইন্সেস দেয়া হয়নি। ইতোমধ্যে ওইসব অদক্ষ পশু চিকিৎসক গ্রামে গঞ্জে প্রাণিকূলের চিকিৎসা দেয়া শুরু করেছে। এতে লক্ষণপাড়া, বিহারীনগর, মুবারকপুর, চকযদু, গাংরাসহ উপজেলার বিভিন্ন গ্রামে গর্ভবতী গাভীদের প্রসবকালীন ভুল চিকিৎসার জন্য ওইসব গাভীর বাচ্চা মারা গেছে। আনাড়ী চিকিৎসা আর অদক্ষতার কারণে উত্তেজিত কৃষক তাদের ক্ষতির কথা চিন্তা করে বেশ কিছু অদক্ষ চিকিৎসকের ওপর চড়াও হয়। মুবারকপুর গ্রামে ২টি বাছুর ভুল চিকিৎসার জন্য মারা যাওয়ার কারণে রবিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিয়ে স্থানীয় উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে বৈঠক বসে। বৈঠকে আনাড়ী ওই পশু চিকিৎসক শফিকুল ইসলামের ১০ হাজার টাকা জরিমান আদায় করা হয়। এব্যাপারে উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান মন্ডল বলেন, অদক্ষ ও আনাড়ী পশু চিকিৎকের ভুল চিকিৎসার কারণে কৃষকের অনেক গরু মারা যাওয়ার তাদের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দেয়ার সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে।এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
×