ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাগুরায় আলোক ফাঁদের ব্যবহার দেখলেন কৃষি বিভাগের মহা পরিচালক

প্রকাশিত: ২৩:০৮, ২৫ অক্টোবর ২০১৬

মাগুরায় আলোক ফাঁদের ব্যবহার দেখলেন কৃষি বিভাগের মহা পরিচালক

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ দেশে চলতি আমন মৌসুমে ধান উৎপাদন বাড়াতে সারাদেশে ৪৭ হাজার আলোক ফাঁদ স্থাপনের মাধ্যমে ক্ষতিকর পোকা চিহ্নিত করা হচ্ছে। এ প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকের খরচ যেমন কমে যাচ্ছে, তেমনি ফলনও বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ হামিদুর রহমান এ তথ্য জানান। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কালিনগর মাঠে গতকাল সোমবার রাতে ৯টার দিকে আলোক ফাঁদের পরিদর্শনে গিয়ে কৃষকদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক। এ সময় তিনি কৃষকদের আলোক ফাঁদ ব্যবহার করে ক্ষতিকর পোকা সনাক্তকরণের মাধ্যমে কম সার ও কীটনাশক ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে ফসল ফলাতে পরামর্শ দেন। এতে তাদের কৃষি ব্যয় অনেকাংশেই কমে যাবে। এ সময় মহা পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতীম সাহাসহ অন্যান্যরা। কৃষি বিভাগের সহায়তায় মাগুরা জেলায় ৬ শতাধিক আলোক ফাঁদ ব্যবহার করছে কৃষকরা।
×