ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ ॥ অটোচালক খুন

প্রকাশিত: ২২:৪৩, ২৫ অক্টোবর ২০১৬

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধ ॥ অটোচালক খুন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও জেলা শহরের নিশ্চিন্তপুর মহল্লায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল্লাহ আল মামুন (৪০) নামে এক অটোচালক খুন হয়েছে। এ ঘটনার পর রতন নামে একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওই এলাকার বাসিন্দা মামুন ও রতনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ মঙ্গলবার সকালে রতনের লোকজন ওই বিরোধপূর্ণ জমিতে গাছ রোপন করে দখলের চেষ্টা চালায়। এসময় মামুন ও তার লোকজন গাছ রোপনে বাধাঁ দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধেঁ। এক পর্যায়ে লাঠি দিয়ে ঘাড়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পরে ইয়াসিন আলীর ছেলে মামুনের মামুন। মুমুর্ষ অবস্থায় তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর পুলিশ রতনকে আটক করে। সদর থানার ওসি মশিউর রহমান মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রতন নামে একজনকে আটক করা হয়েছে।
×