ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি কে সংবর্ধনা

প্রকাশিত: ২২:৪২, ২৫ অক্টোবর ২০১৬

প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি কে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ বাংলাদেশ আওয়ামীলীগের নবাগত প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি বলেছেন, দেশনেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি এ কথা বলেন। তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যের প্রতীক। সুতরাং আওয়ামীলীগে কিছুতেই অনৈক্য ও বিভেদ প্রশয় পাবে না। মতান্তর হতে পারে; কিন্তু বিভেদ হবে না।' আওয়ামীলীগকে তৃণমূল পর্যন্ত সুশৃঙ্খল করার অঙ্গীকার ব্যক্ত করে নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য বলেন, 'জনগণের সঙ্গে নেতাকর্মীদের আচার-আচরণের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে। কেননা ১০টি বড় অর্জন, দুটি খারাপ কাজেই ধূলিস্যাৎ হবে!' বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ের প্রবীণ রাজনৈতিক ব্যক্তি রমেশ চন্দ্র সেন এমপিকে প্রেসিডিয়াম সদস্য হিসাবে নাম ঘোষণার পর উল্লাসে ফেটে পড়ে ঠাকুরগাঁও জেলার তৃণমূল নেতাকর্মীরা। গত দু’দিন ধরে চলে আনন্দ মিছিল ও ইউনিয়ন পর্যায়ে মিষ্টি বিতরণ। প্রেসিডিয়াম সদস্য হওয়ার পর এই প্রথম মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে আসেন রমেশ চন্দ্র সেন এমপি। তার আগমন উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাকে।
×