ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

প্রকাশিত: ২২:০০, ২৫ অক্টোবর ২০১৬

মুন্সীগঞ্জে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প হয়েছে। আজ মঙ্গলবার শহরের সার্কিট হাউসে বিশাল এই ক্যাম্পে ১শ’ চিকিৎসকসহ ১২০ জনের একটি মেডিক্যাল টিম অংশ নেয়। এর মধ্যে তিনজন অধ্যাপক রয়েছেন। এই ক্যাম্পে জেলার বিভিন্ন স্থান থেকে শতশত নারী অংশ নেয়। স্তন ক্যান্সার স্ক্রিনিং ছাড়াও সচেতনতামূলক সেমিনার হয়েছে। সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহায়তায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এই ক্যাম্পের আয়োজন করেছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন হাসপাতালটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল (অব) আশরাফ আব্দুল্লাহ ইউসুফ ও মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম, প্রধান বক্তার বক্তব্য উপস্থাপন করেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ এহতেশামুল হক, প্রধান আলোচক ছিলেন সহকারী অধ্যাপক ডা. আলী নাফিসা। এই ক্যাম্পে সার্জারী, গাইনী ও প্যাথলজীর চিকিৎসক রাও সেবা প্রদান করেন।
×