ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেরপুরে বন্যহাতির আবাসস্থল সংরক্ষণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২১:৫৮, ২৫ অক্টোবর ২০১৬

শেরপুরে বন্যহাতির আবাসস্থল সংরক্ষণের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী-শ্রীবরদী ও নালিতাবাড়ী উপজেলার বনাঞ্চলে বন্যহাতির আবাসস্থল সংরক্ষনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ‘জনউদ্যোগ’ নামের একটি নাগরিক সংগঠনের উদ্যোগে শেরপুর কালেক্টরেট চত্বরে ‘হাতি বাঁচাও, মানুষ বাঁচা’ শ্লোগানে আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেনী-পেশার শতাধিক মানুষ ছাড়াও সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও), উদীচী, ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম, শেরপুর ডিবেটিং ক্লাব, জেলা মহিলা পরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, মহিলা পরিষদ নেত্রী নাসরিন বেগম ফাতেমা, আঞ্জুমান আরা যুথী, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কহিনুর বেগম বিদ্যুৎ, আঞ্জুমান আলম লিপি, সদর উপজেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি সোলায়মান আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আমিরুজ্জামান লেবু, জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী শামীম হোসেন, কার্টুনিষ্ট সাইফুল ইসলাম শাহীন, উদীচী সভাপতি তপন সারোয়ার, ডিবেটিং ক্লাবের শুভংকর সাহা প্রমুখ। উল্লেখ্য, গত দেড়মাসে বন্যহাতির আক্রমণে শেরপুরের সীমান্তবর্তী জনপদে ১১ জন মানুষের প্রাণহানি ঘটেছে এবং ৬টি বন্যহাতি মারা পড়েছে। যেসব হাতি মারা পড়েছে তাদের বেশীর ভাগই হয় বিদ্যুতের পাতা ফাঁদে, গুলিবিদ্ধ হয়ে, নয়তো ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে।
×