ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাঘাটায় জমজ তিন সন্তানের দু’জন মারা গেছে

প্রকাশিত: ২১:৩০, ২৫ অক্টোবর ২০১৬

সাঘাটায় জমজ তিন সন্তানের  দু’জন মারা গেছে

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেয়া জমজ ৩ ছেলে সন্তানের মধ্যে দু’জন মারা গেছে। এখন একজন মাত্র বেঁচে আছে। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় বেঁচে থাকা শিশুটিও রয়েছে ঝুঁকিতে। জানা গেছে, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝড়াবর্ষা গ্রামের গৃহবধু পাপিয়া বেগম (২৪) শনিবার সকালে স্বাভাবিকভাবে তিনটি ছেলে সন্তানের জন্ম দেয়। শিশুদের ওজন কম থাকায় ওইদিন বিকালে তাদেরকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদেরকে শনিবার রাতেই আবার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার সকালে সেখানকার চিকিৎসকরা আরও উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকায় চিকিৎসা খরচের আর্থিক সামর্থ না থাকায় রোববার বিকেলে সন্তানদের ঝড়াবর্ষা গ্রামে নিয়ে আসেন শিশুগুলোর অভিভাবকরা। এদিকে গতকাল সোমবার রাতে তিন শিশুর মধ্যে একটি শিশু মারা যায়। পরে আজ মঙ্গলবার সকালে অপর আর একটি শিশুও মারা যায়। শিশুটির মা পাপিয়া বেগম অভিযোগ করে বলেন, সঠিকভাবে চিকিৎসা না পাওয়ায় আমার দুই সন্তান মারা গেছে।
×