ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্মার্টফোনের জন্য নতুন অ্যাপস আনছে গুগল

প্রকাশিত: ২০:১৫, ২৫ অক্টোবর ২০১৬

স্মার্টফোনের জন্য নতুন অ্যাপস আনছে গুগল

অনলাইন ডেস্ক॥ পিক্সেল স্মার্টফোনের সঙ্গে গুগল ঘোষণা করেছিল ‘ওয়ালপেপারস’ অ্যাপের কথা। অ্যান্ড্রয়েড 4.1 জেলি বিন বা তার পরের সব সংস্করণে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অ্যাপটি সাপোর্ট করবে বলে জানা গেছে। তবে অ্যান্ড্রয়েড 7.0 বা নোগাট সংস্করণে বিশেষ কিছু ফিচার পাওয়া যাবে। গুগলের নতুন এই অ্যাপস ব্যবহার করে ‘আর্থ’, ‘ল্যান্ডস্কেপ’, ‘লাইফ’, ‘টেক্সচারস’ প্রভৃতি বিভাগের বিভিন্ন ওয়ালপেপার পছন্দ করতে পারবেন ইউজাররা। অ্যাপসটি ব্যবহার করে স্মার্টফোনে থাকা অন্যান্য ওয়ালপেপার অ্যাপস কিংবা গ্যালারিতেও ঢুকে ওয়ালপেপার চেঞ্জ করা যাবে। গুগল আর্থ, গুগল প্লাস বা অন্যান্য গুগল পরিসেবা থেকে ছবি পেতে সাহায্য করবে গুগলের অ্যাপসটি। নোগাট অপারেটিং সিস্টেম ইউজাররা হোম ও লক স্ক্রিনের জন্য পৃথক ওয়ালপেপার পছন্দ করতে পারবেন। পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে ইউজাররা শুধু হোম স্ক্রিনে ছবি ব্যবহার করতে পারবেন। অ্যাপসটি দুই দশমিক তিন মেগাবাইটের। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।
×