ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পরীক্ষার জন্য প্রস্তুত হাফিজ

প্রকাশিত: ২০:০১, ২৫ অক্টোবর ২০১৬

পরীক্ষার জন্য প্রস্তুত হাফিজ

অনলাইন ডেস্ক॥ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষা দিতে নিজেকে প্রস্তুত হিসেবে দাবি করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। হাফিজ বলেছেন, ‘আইসিসির পরীক্ষাটির জন্য আমি কিছুটা সময় নিয়েছি। কারণ হাঁটুর সমস্যার কারনে আমি শতভাগ ফিট ছিলাম না। কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি। পিসিবিকে জানিয়ে দিয়েছি আইসিসি’র কাছ থেকে তারিখ নেওয়ার জন্য।’ ৫০ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ৭৭টি টি২০ ম্যাচ খেলা ৩৫ বছর বয়সী হাফিজ পাকিস্তানের অন্যতম সিনিয়র একজন খেলোয়াড়। অবৈধ বোলিং অ্যাকশনের কারনে আন্তর্জাতিক অঙ্গন থেকে বহিষ্কারের আগে তিনি পাকিস্তান দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। ২০১৪ সাল থেকেই তার বোলিং অ্যাকশন নিয়ে সংশয় দেখা দেয়। ওই বছর নভেম্বরে দ্বিতীয়বারের মত অবৈধ বোলিং অ্যাকশনের কারনে ২০১৫ সালের জুলাইতে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের ক্ষেত্রে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
×