ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ বার কি মাঠে, প্রিয়ঙ্কার বৈঠক নিয়ে গুঞ্জন শুরু

প্রকাশিত: ১৯:৩১, ২৫ অক্টোবর ২০১৬

এ বার কি মাঠে, প্রিয়ঙ্কার বৈঠক নিয়ে গুঞ্জন শুরু

অনলাইন ডেস্ক ॥ মাঠে নেমে কবে থেকে লড়াই শুরু করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবু দলের বৈঠকে প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে নামিয়ে দিল কংগ্রেস। আর তা নিয়েই গুঞ্জন শুরু হয়ে গেল রাজনৈতিক মহলে। রাহুল গান্ধীর অনুপস্থিতিতে আজই প্রথম উত্তরপ্রদেশের নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করলেন প্রিয়ঙ্কা। দিল্লিতে কংগ্রেসের ওয়ার-রুমের এই বৈঠকে তিনিই ছিলেন মধ্যমণি। বৈঠকে দীপাবলির পর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত উত্তরপ্রদেশে দলের প্রচার কৌশল ঠিক হয়েছে। কিন্তু প্রিয়ঙ্কা নিজে কবে থেকে প্রচার শুরু করবেন, তা নিয়ে কোনও কথাই হল না! দলের নেতাদের অবশ্য দাবি, রাহুলের অনুপস্থিতিতে উত্তরপ্রদেশে সাংগঠনিক বৈঠকে হাজির থেকেই প্রিয়ঙ্কার অভিষেক হয়ে গেল। এ বারে তাঁর প্রচার শুরু শুধু সময়ের অপেক্ষা। যদিও এই কথাটি কংগ্রেস নেতারা অনেক দিন ধরেই বলে আসছেন। উত্তরপ্রদেশের কংগ্রেস নেতারা চাইছিলেন, ৩১ অক্টোবর ইন্দিরা গাঁধীর মৃত্যু দিনে ইলাহাবাদে বড়সড় সভা করে প্রিয়ঙ্কার অভিষেক হোক। দলের নির্বাচনী কৌশলপ্রণেতা প্রশান্ত কিশোরও সেটাই চাইছিলেন। তবু প্রিয়ঙ্কাকে মাঠে নামানো নিয়ে দল এখনও দ্বিধায়। তার কারণ, প্রথমে ভাবা হয়েছিল রাহুলের এক মাসের যাত্রার পর তাঁর নতুন ভাবমূর্তি প্রিয়ঙ্কার প্রচারে ঢাকা পড়বে না। কিন্তু তা হয়নি। উল্টে রাহুলের ‘রক্তের দালালি’ মন্তব্যের জন্য ব্যাকফুটে যেতে হয়েছে দলকে। দুই, বিজেপিও চাইছে প্রিয়ঙ্কা প্রচারে নামুন। তিনি মাঠে নামলেই রবার্ট বঢরার বিষয়টি নিয়ে সুর চড়াবে বিজেপি। সেই আশঙ্কাও এখন ভাবাচ্ছে কংগ্রেসকে। আজকের বৈঠকে উপস্থিত উত্তরপ্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুখ শীলা দীক্ষিত বলেন, ‘‘রাহুলের সঙ্গে প্রিয়ঙ্কা নামলেই প্রচার আরও গতি পাবে। কিন্তু প্রিয়ঙ্কা কবে প্রচার শুরু করবেন, তা এখনও স্থির হয়নি।’’ দলের এক সূত্রের মতে, প্রিয়ঙ্কা উত্তরপ্রদেশে প্রচার শুরু করলেই তাঁকে দলের সভাপতি করার দাবি উঠতে পারে। সাধারণ কর্মীদের সেই আবেগ ঠেকাতে তার আগেই রাহুলকে সভাপতি করা হবে কি না, সেটিও এখন ভাবছেন সনিয়া গান্ধী। দলের মুখপাত্র আর পি এন সিংহ বলেন, ‘‘প্রিয়ঙ্কাকে নিয়ে সকলের আবেগ আছে। এ যাবৎ তিনি অমেঠী ও রায়বরেলীতেই প্রচার করেছেন। এর বাইরে কবে প্রচার করবেন, সেটি তাঁর উপরেই ছাড়া হয়েছে।’’ অথচ, এই প্রিয়ঙ্কার অভিষেকের সম্ভাব্য তিনটি দিন আগেই স্থির করে ফেলেছিলেন কংগ্রেস নেতারা। তার মধ্যে একটি ৩১ অক্টোবর। বাকি ১৯ নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিন, আর ৯ ডিসেম্বর সনিয়া গান্ধীর জন্মদিন। প্রিয়ঙ্কার জন্য দেড়শোটি ছোট-বড় সভাও স্থির হয়ে আছে। কিন্তু কবে তিনি নামবেন, সেটিও এখনও ঠিক হল না! আজকের বৈঠকে প্রিয়ঙ্কার হাজিরা নিয়েও অবশ্য প্রশ্ন উঠেছে। কোনও পদে না থেকেও প্রিয়ঙ্কা কি শুধু সনিয়ার মেয়ে হিসেবেই কংগ্রেস সংগঠনের কাজে নাক গলাতে পারেন? জবাবে আর পি এন সিংহ বলেন, ‘‘এত দিন ধরে তো সংবাদমাধ্যম প্রশ্ন তুলছে, প্রিয়ঙ্কা কেন নেই? দলের নেতারাও একই দাবি করছিলেন। আজ তিনি বৈঠক করেছেন। তা নিয়ে এত হল্লা কেন?’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×