ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৫ হাজার জঙ্গির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

প্রকাশিত: ১৮:৫৩, ২৫ অক্টোবর ২০১৬

৫ হাজার জঙ্গির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

অনলাইন ডেস্ক॥ ভারতের সার্জিক্যাল স্ট্রাইক ও সন্ত্রাসে মদদ দেওয়ায় আন্তর্জাতিক মহলের চাপে অবশেষে ৫১০০ জন জঙ্গির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে পাকিস্তান। সেই তালিকাতে জয়েশ-ই-মহম্মদ প্রধান তথা পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার মাস্টার মাইন্ড মাসুদ আজহারও রয়েছেন। কলকাতা ২৪x৭ নিউজের খবরে বলা হয়, পাক স্টেট ব্যাংকের পক্ষ তেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পাক প্রশাসনের আবেদনের প্রেক্ষিতেই এই জঙ্গিদের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এই কাজের জন্য পাক প্রশাসনের পক্ষ থেকে স্টেট ব্যাংকের কাছে তিনটি আলাদা তালিকা পাঠান হয়েছিল বলেও জানা গেছে। সেখানেই উল্লেখ ছিল কোন কোন জঙ্গি বা সন্দেহভাজনের অ্যাকাউন্ট জব্দ করতে হবে। পাকিস্তান স্টেট ব্যাংক সূত্রের খবর, যে তালিকা পাঠান হয়েছিল সেই প্রথম তালিকা বা এ ক্যাটাগরিতে ছিল ১২০০ জঙ্গির নাম এবং সেখানে মাসুদ আজহারের নামও ছিল। জানা গেছে, জব্দ হওয়া অ্যাকাউন্টগুলিতে প্রায় ৪০০ মিলিয়ন অর্থ মজুদ রয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চল থেকে জব্দ করা হয়েছে ৩০৭৮টি অ্যাকাউন্ট, ১৪৪২টি জব্দ হয়েছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ থেকে, ২২৬টি সিন্ধ থেকে, ১৯৩টি বালোচিস্তান থেকে, ১০৬টি গিলগিট-বালতিস্তান থেকে ও ২৭টি ইসলামাবাদ থেকে। এ ছাড়া পাক অধিকৃত কাশ্মীর থেকেও জব্দ করা হয়েছে ২৬টি অ্যাকাউন্ট।
×