ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ফেসবুক নীতিমালার পরিবর্তন আসছে

প্রকাশিত: ১৮:৪৮, ২৫ অক্টোবর ২০১৬

ফেসবুক নীতিমালার পরিবর্তন আসছে

অনলাইন ডেস্ক॥ কী ধরনের বিষয়বস্তু প্রকাশ করা যাবে বা যাবে না সে সম্পর্কিত নীতিমালা পরিবর্তন করতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষ ঘোষণা করেছেন, ফেসবুকে কোনো কিছু প্রকাশসংক্রান্ত মানদণ্ডটি আরো নমনীয় করার পরিকল্পনা করছেন তারা। এতে অনেকে ধারণা করছেন, ফেসবুক হয়ত শিগগিরই যৌনতাসংক্রান্ত বিষয়বস্তু বা ছবি প্রকাশের অনুমোদনও দিতে শুরু করবে। ফেসবুকের দু্ই ভাইস প্রেসিডেন্ট জোয়েল কাপলান এবং জাস্টিন ওসোফস্কি সম্প্রতি একটি ব্লগ আইটেমে লিখেছেন, "সংবাদ হওয়ার যোগ্য, তাৎপর্যপূর্ণ বা জনস্বার্থের জন্য লোকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন; এমন আরো অনেক আইটেম সামনের সপ্তাহগুলোতে প্রকাশের অনুমোদন দেব আমরা। আমাদের ইচ্ছা বা উদ্দেশ্য হলো নিরাপত্তা ঝুঁকি আরোপ ছাড়াই আমরা ফেসবুকে আরো বেশি বেশি ছবি এবং গল্প প্রকাশের অনুমোদন দেব।" এখন নগ্নতাসম্পর্কিত ফেসবুকের দিকনির্দেশনাটি হলো : আমরা নারীদের বক্ষের এমন ছবি প্রকাশে বাধা দেই যাতে তাদের স্তনবৃন্ত উম্মুক্ত থাকে। তবে সক্রিয়ভাবে শিশুকে বুকের দুধ পান করানো অবস্থায় থাকা নারীর ছবি বা স্তন অপসারণের পর দাগযুক্ত উম্মুক্ত বক্ষের ছবিও প্রকাশের অনুমোদন দেই আমরা। তারা বলেন, তবে এই বিষয়টি বেশ জটিল। আর ফেসবুকও স্বীকার করে, কোন ধরনের বিষয়বস্তু প্রকাশ করা যথাযথ বা যথাযথ নয় তা মূলত মানুষের অভিরুচি এবং সাংস্কৃতিক মূল্যবোধ দ্বারা নির্ণীত হয়। নগ্নতা বা সহিংসতা সম্পর্কিত যেসব ছবি বিশ্বের কোনো অংশে গ্রহণযোগ্য সে সবই হয়ত আবার বিশ্বের অন্য কোনো অংশে গ্রহণযোগ্য নয় বা এমনকি বেআইনি। ফেসবুক আরো জানায়, কী প্রকাশ করা যাবে আর কী প্রকাশ করা যাবে না তা নির্ধারণে তারা বিশেষজ্ঞ, সাংবাদিক, আইনশৃঙ্খলাসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্যদের সঙ্গে পরামর্শ করবেন। ফেসবুক গ্রুপেরই আরেকটি প্রতিষ্ঠান ইন্সটাগ্রামও নগ্নতার ব্যাপারে এখনও কঠোর নীতিমালা অনুরসণ করে। ইন্সটাগ্রামেও নগ্নতার অনুমোদন দেওয়া হয় না। তারাও ফেসবুকের মতোই নারীদের এমন কোনো ছবি প্রকাশের অনুমোদন দেয় না যাতে তাদের স্তনবৃন্ত উম্মুক্ত থাকে। তবে ইন্সটাগ্রামও সন্তানকে সক্রিয়ভাবে বুকের দুধ খাওয়ানো অবস্থায় থাকা নারীর ছবি প্রকাশ বাধা দেয় না। টুইটারও নগ্নতা বিষয়ে প্রায় একই নীতিমালা অনুসরণ করে। টুইটারে সরাসরি পূর্ণ নগ্নতা বা আংশিক নগ্নতার অনুমোদন নেই। তবে নগ্নচিত্রকর্ম প্রকাশে বাধা দেয় না টুইটার। আর শিশুকে বুকের দুধ খাওয়ানো অবস্থায় নারীদের ছবি প্রকাশেরও অনুমোদন দেয় টুইটার। এদিকে, 'ফ্রি দ্য নিপল' বা 'নারীদের স্তনবৃন্ত উম্মুক্ত কর' আন্দোলনের প্রবক্তারা চান ইন্সটাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের স্তনবৃন্তের ওপর যে নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে তার অবসান ঘটুক। তাদের মতে নগ্নতা বিষয়ে বাস্তবে বা অনলাইনে পুরুষদের বেলায় যে নীতিমালা অনুসরণ করা হয় নারীদের বেলায়ও একই নীতিমালা অনুসরণ করা উচিত। রিহান্না, মাইলি সাইরাস এবং বেলা হাদিদের মতো বিখ্যাত নারীরাও এই মতের সমর্থক। সূত্র : ফক্স নিউজ
×