ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ব্যলন ডি-অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

প্রকাশিত: ১৮:৪৩, ২৫ অক্টোবর ২০১৬

ব্যলন ডি-অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

অনলাইন ডেস্ক॥ ব্যলন ডি-অর ২০১৬ পুরস্কার প্রদানের সময় সন্নিকট। তার আগে ব্যলন ডি-অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বরাবরের মতোই স্থান পেয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রাজিল তারকা নেইমার। সোমবার ফ্রান্স ফুটবল ম্যাগাজিন পাঁচ জন করে মোট ছয় ধাপে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। গত মৌসুম জুড়ে অসাধারণ সাফল্য পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। তাই এবার সেই বেশি এগিয়ে রয়েছেন এই দৌড়ে। ক্লাবের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর গত জুলাইয়ে দেশকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে নেতৃত্ব দেন তিন বারের র্বষসেরা এই ফুটবলার। এছাড়া পাঁচবারের র্বষসেরা মেসিরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে ষষ্ঠবারের মত এ পুরস্কারটি জেতার। বার্সেলোনার হয়ে কোপা দেল রে ও লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। গত জুনে কোপা আমরেকিার ফাইনালেও উঠেছিল আর্জেন্টিনা। গত বছরের র্বষসেরার এই লড়াইয়ে তৃতীয় হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কোপা আমেরিকায় না খেললেও দেশকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে সোনা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আর ক্লাবের হয়ে তার পারফরম্যান্সও ছিল বেশ দুরন্ত। বার্সার আরেক তারকা লুইস সুয়ারেজও আছেন এই তালিকায়। তিনিও দুরন্ত একটি মৌসুম পার করেছেন। সংক্ষপ্তি এ তালিকায় রিয়াল মাদ্রিদের ৬জন, বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের ৪ জন, জুভেন্টাসের ৩ জন, ম্যানইউ-লিচেস্টার সিটি-ম্যানসিটির ২ জন, স্পোর্তিং লিসবন-বুরুশিয়া ডর্টমুন্ড-টটেনহাম হটস্পারের ১ জন করে খেলোয়াড় স্থান পেয়েছেন। ২০১৬ ব্যালন ডি-অরের ৩০ জনরে সংক্ষিপ্ত তালিকা : ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ), লিওনেল মেসি (বার্সেলোনা), নেইমার (বার্সেলোনা), লুইস সুয়ারেজ (বার্সেলোনা), গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ), আঁতোয়ান গ্রিজমান (অ্যাতলেতিকো মাদ্রিদ), পল পগবা (ম্যানচেস্টার ইউনাইটেড), সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), পিয়েরে-এমেরিক আউবামেয়াং (বরুসিয়া ডর্টমুন্ড), জানলুইজি বুফ্ফন (জুভেন্টাস), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (জুভেন্টাস), দিয়েগো গদিন (অ্যাতলেতিকো মাদ্রিদ), গঞ্জালো হিগুয়েন (জুভেন্টাস), জ্লাতান ইব্রাহিমোভিচ (ম্যানচেস্টার ইউনাইটেড), আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা), কোকে (অ্যাতলেতিকো মাদ্রিদ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), রবার্তে লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), হুগো লরিস (টটেনহাম হটস্পার), রয়াদ মাহরেজ (লিচেস্টার সিটি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), দিমিত্রি পায়েত (ওয়েস্ট হ্যাম), পেপে (রিয়াল মাদ্রিদ), রুই পাত্রিসিও (স্পোর্তিং লিসবন), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), জেমি ভার্ডি (লিচেস্টার সিটি), আর্তুরো ভিদাল (বায়ার্ন মিউনিখ)।
×