ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পটুয়াখালীর দুই সাংবাদিক গ্রেফতার

প্রকাশিত: ১৮:৩৭, ২৫ অক্টোবর ২০১৬

পটুয়াখালীর দুই সাংবাদিক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে দুই সাংবাদিককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল সোমবার রাত ১১ টার দিকে উভয়কে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলায় পটুয়াখালীর ইটবাড়িয়ার ৫ রাজাকারের পক্ষে কথা বলতে স্বাক্ষী মনোয়ারা বেগমকে প্রলভন দেখানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই সাংবাদিক হলেন, দৈনিক যুগান্তরের মোঃ জাফর খান এবং দৈনিক ইনকিলাব ও চ্যালেন ২৪ ফোরের মোঃ জাকির হোসেন। এ ঘটনায় শহড় জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এদিকে ঐ ঘটনার পরপর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলার স্বাক্ষীদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে সদর থানা পুলিশ গ্রেফতারকৃত দুই সাংবাদিকদের আজ মঙ্গলবার সকালে চাঁদাবাজী মামলায় আদালতে প্রেরণ করেছে। পুলিশ ও মামলার স্বাক্ষী বিরঙ্গনা মনোয়ারা জানায়, গত বুধবার (১৯ অক্টোবর) মনোয়ারার ইটবাড়িয়ার বাড়িতে যায় দু’জন ব্যাক্তি। এর মধ্যে মোঃ জাফর খান নিজেকে যুগান্তরের সাংবাদিক পরিচয় দেন। অপরজন হলেন দৈনিক ইনকিলাব ও চ্যানেল ২৪ ফোরের সাংবাদিক মোঃ জাকির হোসেন। পরে তারা বীরঙ্গনা মনোয়ারাকে জানান, প্রধানমন্ত্রী তাদের দুই লক্ষ টাকা ও বাড়ী করে দেবেন। এর পর যুদ্ধের সময় কি হয়েছে তা জানতে চান। মনোয়ারা এ সময় ঘটনা বলতে শুরু করলে সাংবাদিকদ্বয় তাকে থামিয়ে দিয়ে বলেন, অভিযুক্ত গ্রেফতার ৫ জনের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এ সময় তারা আরো বলেন, আগামী সপ্তাহে তারা আবারও আসবেন এবং তাদের নিয়ে একটা মিটিং করা হবে। বীরঙ্গনা তাদের কথায় সম্মত না হলে তারা সেখান থেকে চলে আসে। পরে অপরাধ ট্রাব্যুনালের তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। ঐ কর্মকর্তা বিষয়টি পটুয়াখালী পুলিশ সুপারকে অবহিত করলে ২১ অক্টোবর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পেয়ে আজ থানায় মনোয়ারা বেগমকে দিয়ে একটি জিডি করান। সদর থানার অফিসার ইনচার্জ এসএম তারিকুল ইসলাম সাংবাদিকদের রাতে জানান, ঐ দুই সাংবাদ বীরঙ্গনা মনোয়ারাকে প্রলভন দেখায়। এ বিষয় সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছে মনোয়ারা বেগম।
×