ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত

প্রকাশিত: ১৮:১৫, ২৫ অক্টোবর ২০১৬

ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে শহরের বাইপাস সড়কের ভুটিয়ারগাতি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি, বোমা, মোটর সাইকেল ও দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় ৩ পুলিশ কনস্টেবল আহত হয়েছে। নিহতরা হলেন জামাত নেতা জহরুল ইসলাম (৪০) ও শিবির নেতা তরিকুল ইসলাম সজিব (৩৮) ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ভোর ৩টা ৪৫ মিনিটের সময় বাইপাস সড়ক দিয়ে সন্ত্রাসীরা মোটরসাইকেলযোগে ভুটিয়ারগাতি গ্রামের দিকে যাচ্ছিল। টহল পুলিশের একটি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পুলিশের গাড়ি লক্ষ করে ৩টি বোমা ছুঁড়ে মারে এবং গুলিবর্ষণ করে। পুলিশও চালায় পাল্টা গুলি। বন্দুকযুদ্ধে পুলিশের পক্ষ থেকে ২৯ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়া হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে যায়। ঘটনাস্থল থেকে ২ জনকে গুলিবিদ্ধ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন। পুলিশ ২টি সার্টারগান, ৫টি বোমা, ২ রাউন্ড গুলি, ২টি চাপাতি, ১টি ছোরা, ১টি মোটরসাইকেল ও ২টি ব্যাগ উদ্ধার করে। এ ঘটনায় বুলবুল, আলম ও নাসির নামে ৩ পুলিশ কনস্টেবল আহত হয়েছে। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।
×