ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অজ্ঞান পার্টির কবলে ৪ জন সর্বস্বান্ত

প্রকাশিত: ০৮:৪৪, ২৫ অক্টোবর ২০১৬

অজ্ঞান পার্টির কবলে ৪ জন সর্বস্বান্ত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির কবলে পড়ে আহত ও সর্বস্বান্ত হয়েছেন চার। তারা প্রত্যেকেই অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেনÑ আনিসুর রহমান (২৫), আব্দুল মান্নান (৬০), আবুল কালাম (৩০) ও শওকত আলী (৪০)। সোমবার দুপুরে পৃথক এ চারটি ঘটনা ঘটে। অজ্ঞান পার্টির কবলে পড়া আনিসুর হাসপাতালে জানান, ব্রাক্ষণবাড়িয়া থেকে ঢাকায় এসে রিক্সায় তিনি গুলশানে যাচ্ছিলেন। এ সময় রিক্সাওয়ালা জানায় সারাদিন সে কিছু খায়নি। তাই আনিসুর রিক্সাওয়ালাকে খাবার আনতে বলেন। রিক্সাওয়ালা পাশের দোকান থেকে জুস, কেক ও পান নিয়ে আসে। সে সময় জুস খেয়ে আনিসুর অচেতন হয়ে পড়েন। পরে তার বাবা তাকে বিকেল ৩টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তার কাছে থেকে অজ্ঞান পার্টির সদস্যরা একটি মোবাইল সেট ও তিন হাজার টাকা নিয়ে গেছে। আনিসুর প্রবাসী। তার বাবা কমলাপুর স্টেশনে চাকরি করেন। বাংলামোটর থেকে উদ্ধার হন আব্দুল মান্নান (৬০)। তার বাসা রায়েরবাগ কদমতলী। লাব্বাইক পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে স্থানীয়রা ঢামেক হাসপাতালে নিয়ে আসে। তার কাছে কোন টাকা ও দ্রব্যাদি পাওয়া যায়নি। অপরদিকে গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে থেকে আবুল কালাম (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীকে অচেতন অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ি মুন্সীগঞ্জে। শাহাবুদ্দিন নামে এক আত্মীয় তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। তার কাছে কিছুই পাওয়া যায়নি। মিরপুরের টেকনিক্যাল মোড়ে পিকআপচালক শওকত আলী (৪০) সাভার থেকে ইতিহাস পরিবহনে করে ঢাকায় আসছিলেন। এ সময় তাকে বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার ভাগ্নে জোনায়েদ খবর পেয়ে তাকে উদ্ধার করে বিকেল ৩টায় ঢামেক হাসপাতালে নিয়ে আসে। তার কাছে কোন সরঞ্জাম পাওয়া যায়নি। অচেতন অবস্থায় উদ্ধার চারজনকেই ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
×