ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা শহরে মাত্র ৬৯ পাবলিক টয়লেট

প্রকাশিত: ০৮:১১, ২৫ অক্টোবর ২০১৬

ঢাকা শহরে মাত্র ৬৯ পাবলিক টয়লেট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে চলাচলকারী মানুষের স্যানিটেশনের চাহিদা পূরণ করে নগরীর পরিবেশ দূষণ রোধ করতে পারে মোবাইল টয়লেট। তবে ঢাকা শহরে ৫৫ লাখ মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে মাত্র ৬৯ পাবলিক টয়লেট রয়েছে। এর মধ্যে ৪৭ টয়লেট ব্যবহার উপযোগী-যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। গবেষণা অনুযায়ী এর সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। সোমবার দুপুরে ডেইলি স্টার ভবনে গণমাধ্যমের সঙ্গে মোবাইল টয়লেট সেবার ওপর পরামর্শমূলক সভায় এসব মন্তব্য তুলে ধরেন বক্তারা। সভায় মোবাইল টয়লেটের প্রকল্প সমন্বয়কারী শহীদ উল্লাহ মেজবাহ, মোবাইল টয়লেট সেবা বিষয়ে ওয়াটারএইডের প্রোগ্রাম অফিসার অনিন্দিতা হৃদিতা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা প্রমুখ বক্তব্য প্রদান করেন। এ্যাসোসিয়েশন ফর রিয়েলাইজেশন অব বেসিক নিডস্ (আরবান) ও ওয়াটারএইড বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় আয়োজন করা হয়। কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ঢাকা শহরের পরিবেশ ঠিক রাখার জন্য পরিবেশবান্ধব টয়লেট ব্যবস্থার বিকল্প নেই। বিশেষ করে জনবহুল ঢাকা মহানগরীর পথচারী, পথবাসী, ভাসমান দরিদ্র মানুষের যাবার কোন জায়গা নেই। রাষ্ট্রের সকল সুবিধা থেকে এ মানুষগুলো বঞ্চিত হয়ে আসছে যুগের পর যুগ। তাদের জন্য সকল সেবাদানকারী প্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে অবশ্যই এগিয়ে আসা উচিত।
×