ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় কোস্টগার্ডের সাবেক পরিচালক গ্রেফতার

প্রকাশিত: ০৭:৫৯, ২৫ অক্টোবর ২০১৬

দুদকের মামলায় কোস্টগার্ডের সাবেক পরিচালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ প্রায় সাত কোটি ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ কোস্টগার্ডের সাবেক পরিচালক কমান্ডার (অব) মোঃ মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে দুদক। সোমবার ভোরে মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির, উপ-পরিচালক আহমারুজ্জামান এবং তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মোঃ নূরুল ইসলাম। পরে বিকেলে তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ক্যান্টনমেন্ট থানায় দায়েরকৃত এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে গত ২৯ সেপ্টেম্বর কোস্টগার্ডের সাবেক মহাপরিচালক (ডিজি) কমোডর (অব) সফিক-উর-রহমানকে একই মামলায় গ্রেফতার করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
×