ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিরপুরে দুই কলেজ ছাত্রীকে মারধর ॥ আসামী জীবন গ্রেফতার

প্রকাশিত: ০৭:৪৯, ২৫ অক্টোবর ২০১৬

মিরপুরে দুই কলেজ ছাত্রীকে মারধর ॥ আসামী জীবন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকায় বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর দুই ছাত্রীকে মারধরের ঘটনার মূল আসামি মোঃ জীবন করিম বাবুকে গ্রেফতার করেছে র‌্যাব ৪। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, গত ১৯ অক্টোবর তারিখে দুই জমজ বোনকে ইভটিজিং করে জীবন। এর প্রতিবাদ করায় বখাটে জীবন ও তার সহযোগী ওই দুইবোনকে মারধর করে। জীবনের সহযোগীকে ঘটনার দিনই গ্রেফতার করে পুলিশ। জীবন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জীবনকেও গ্রেফতার করা সম্ভব হয়। এ সম্পর্কে সোমবার এ সংবাদ সম্মেলনে র‌্যাব জানিয়েছে-জীবনের বাসা চিড়িয়াখানা রো্েড। চিড়িয়াখানা রোডের দোকানগুলোতে দর্শকরা খেতে গেলে তাদের কাছ থেকে গায়ের জোরে চড়া দাম আদায় করতো। পঁচিশ টাকার কোক খাওয়ার পর প্রেমিক-প্রেমিকার কাছ থেকে জোর করে পাঁচ শ’ টাকা আদায় করার মতোও অভিযোগ রয়েছে। নিজে রাজধানীর মোহাম্মদপুরের পিপলস ইউনিভার্সিটির ছাত্র হলেও মূলত নিজ মহল্লা চিড়িয়াখানা রোডে বখাটে মস্তান হিসেবেই পরিচিত। জীবন ওই দুই বোনকে প্রায়ই কলেজে আসা যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে কুমন্তব্য করতো। ঘটনার দিন জীবন ওই দু’বোনকে ফার্মের মুরগী বলে মন্তব্য করে। এ সময় দু’বোন প্রতিবাদ করলে তাদেরকে প্রকাশ্যে লাঠি দিয়ে পিটিয়ে তাদের পা ভেঙ্গে দেয়। পরে লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
×