ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:০১, ২৫ অক্টোবর ২০১৬

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১১.‘পলাশী ব্যারাক ও অন্যান্য’ নাটকটির রচয়িতা কে? ক) মুনীর চৌধুরী খ) দ্বিজেন্দ্রলাল রায় গ) মীর মশাররফ হোসেন ঘ) উৎপল দত্ত ১২. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক? ক) বসন্তকুমারী খ) বিরহ বিলাস গ) কৃষ্ণকুমারী ঘ) নীলদর্পণ ১৩.মর্সিয়া সাহিত্যের বিখ্যাত কবি ক) শেখ মামুদ খ) শেখ ফয়জুল্লাহ গ) সৈয়দ সুলতান ঘ) আবুল হোসেন ১৪. মেঘনাদবধ কাব্যের কাহিনী গৃহীত হয়েছে। ক) মহাভারত থেকে খ) রামায়ণ থেকে গ) ক ও খ উভয় থেকেই ঘ) কোনটিই নয় ১৫. লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন? ক) বিদ্যাপতি খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ) মীর মশাররফ হোসেন ঘ) কায়কোবাদ ১৬. বাঙালি মুসলমানের লেখা প্রথম উপন্যাস কোনটি? ক) রতœাবতী খ) নীড় সন্ধানী গ) বসন্তকুমারী ঘ) তারাবাঈ ১৭. দীনবন্ধু মিত্র রচিত নাটক কোনটি? ক) চিঠি খ) রুপোর কৌটা গ) কৃষ্ণ কুমারী ঘ) নবীন তপস্বিনী ১৮.‘অনেক আকাশ’ কাব্যগ্রন্থটির রচয়িতা ক) আনোয়ার পাশা খ) ইব্রাহিম খাঁ গ) সৈয়দ আলী আহসান ঘ) শামসুর রাহমান ১৯. আনোয়ার পাশা রচিত গ্রন্থ কোনটি? ক) রাইফেল রোটি আওরাত খ) লীলাবতী গ) কমলে কামিনী ঘ) জামাই বারিক ২০.‘ফুল’ কোন ধরনের শব্দ? ক) তৎসম খ) তদ্ভব গ) দেশী ঘ) বিদেশী ২১. ‘ফুড কনফারেন্স’ গ্রন্থটির রচয়িতা ক) সৈয়দ মুজতবা আলী খ) শওকত ওসমান গ) সৈয়দ ওয়ালীউল্লাহ ঘ) আবুল মনসুর আহমদ ২২.মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত পত্রিকার নাম কি? ক) কমকাল খ) সওগাত গ) বেগম ঘ) আঙ্গুর ২৩. কোনটি সত্যজিৎ রায়ের গদ্য গ্রন্থ নয়? ক) সোনার কেল্লা খ) বাদশাহী আংটি গ) জীবন ক্ষুধা ঘ) রয়েল বেঙ্গল রহস্য উত্তর : ১.খ ২.গ ৩.গ ৪.গ ৫.ক ৬.গ ৭.গ ৮.খ ৯.ক ১০.গ ১১.ক ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.গ ১৬.ক ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.খ ২১.ঘ ২২.খ ২৩.গ
×