ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:০১, ২৫ অক্টোবর ২০১৬

অষ্টম শ্রেণির পড়াশোনা

১. রেডিও-এর মাধ্যমে নিচের কোন কাজটি করা যায়? ক) লেখালেখি করা খ) গান ও খবর শোনা গ) ছবি দেখা ঘ) কথা বলা ২. একসময় তথ্য ছিল কিসের মতো? ক) সম্পদের মতো খ) টাকার মতো গ) গোলাকার ঘ) উন্মুক্ত ৩. সেলের বিষয়বস্তু দেখানো হয় কোথায়? ক) ফর্মুলা বারে খ) টাইটেল বারে গ) স্ট্যাটাস বারে ঘ) রিবনে ৪. সামাজিক নেটওয়ার্ক ব্যবহৃত হয়- র. ভিডিও বিনিময় করতে রর. ই-মেইল প্রেরণে ররর. মেসেজ দিতে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৫. টপোলজি কোনটি? ক) এফটিপি খ) হাব গ) রিং ঘ) সুইচ ৬. সেল অ্যাড্রেস দেখা যায় কোথায়? ক) টাইটেল বারে খ) স্ট্যাটাস বারে গ) শিট ট্যাব ঘ) ফর্মুলা বারে ৭. ওয়ার্কশিটে কারসরকে বিভিন্ন সেলে নেওয়া যায়- কোন কি ব্যবহার করে? ক) হেল্প কি খ) ঋ১ কি গ) ট্যাব কি ঘ) নধপশংঢ়ধপব কি ৮. কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে? ক) কম্পিউটার খ) ইন্টারনেট গ) মোবাইল ফোন ঘ) অপটিক্যাল ফাইবার ৯. কমপক্ষে কয়টি কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কিং করা যায়? ক) দুইটি খ) একটি গ) তিনটি ঘ) চারটি ১০. পিপীলিকা কী? ক) একটি সার্চ ইঞ্জিনের নাম খ) একটি ওয়েব ব্রাউজার গ) জব সাইট ঘ) ইন্টারনেট ১১. নিচের কোন সফটওয়্যারে সূত্র ব্যবহারের সুযোগ রয়েছে? ক) স্প্রেডশিট খ) পাওয়ার পয়েন্ট গ) ওয়ার্ড ঘ) ই-মেইল ১২. ভাইরাস কম্পিউটারের যে ধরনের ক্ষতি করে থাকে তা হলো- র. গতি কমে যায় রর. হ্যাং হয়ে যায় ররর. ঘন ঘন রিবুট করে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৩. স্মার্টফোনের অনেক উপকারের মধ্যে আছে- র. অ্যালার্ম রর. জিপিএস ররর. সময় ও তারিখ দেখা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১৪. ম্যালওয়্যারের কোন জিনিসগুলেঅ থাকে? ক) প্রোগ্রামিং কোড খ) স্ক্রিপ্ট গ) সক্রিয় তথ্যাধার ঘ) সবগুলো ১৫. ফর্মুলা বারে দেকা যায়- র. সেল অ্যাড্রেস রর. সেল কনটেন্ট ররর. ওয়ার্কবুক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৬. ভিসিক্যালক কে উদ্ভাবন করেন? ক) অ্যাপল কোম্পানি খ) বিডি জবস গ) রপননৎ'ফ ঘ) অশরল মৎড়ঁ ১৭. গাড়িতে পথ দেখানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? ক) জিপিএস সিস্টেম খ) মোবাইল গ) ইঞ্জিন ঘ) গুগল ম্যাপ ১৮. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদগণ যে সার্চ ইঞ্জিন তৈরি করেছেন তার নাম কী? ক) মৌমাছি খ) জোনাকি গ) পিপীলিকা ঘ) গুগল ১৯. ইন্টারনেট বিকাশের আগে সরকারি তথ্যাবলি কোথায় প্রকাশ করা হতো? ক) মোবাইলে খ) ওয়েবপেজে গ) সংবাদপত্রে ঘ) ফ্যাক্স ২০. মানুষ কোন ধরনের জীব? ক) সামাজিক খ) অসামাজিক গ) বৈষয়িক ঘ) আবাসিক ২১. ক্লায়েন্ট কোন ধরনের শব্দ? ক) আরবি খ) ইংরেজি গ) ফারসি ঘ) পর্তুগিজ ২২. উন্নত দেশগুলোর জনগণ ঘরের ভেতর যে সকল কাজ নিমিষেই করতে পারছে তা হলো- র. পাসপোর্ট প্রাপ্তি রর. আয়কর প্রদান ররর. বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৩. বর্তমান স্মার্টফোনগুলোতে রয়েছে- র. জিপিএস রর. এফএম রেডিও ররর. ভিডিও ক্যামেরা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৪. কোন প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক) রেডিওপ্রযুক্তি খ) তথ্যপ্রযুুক্তি গ) কম্পিউটার ঘ) মোবাইলপ্রযুক্তি ২৫. টেলিফোনে কী ধরনের যোগাযোগ পদ্ধতি ব্যবহার করা হয়? ক) একমুখী খ) দ্বিমুখী গ) ত্রিমুখী ঘ) চতুর্মুখী ২৬. অনেক উপাত্ত নিয়ে অল্প সময়ে স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে- র. হিসাব করা যায় রর. বিশ্লেষণ করা যায় ররর. প্রতিবেদন তৈরি করা যায় নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৭. কোনটি ক্ষতিকর সফটওয়্যার? ক) মাইক্রোসফট ওয়ার্ড খ) ট্রোজান হর্স গ) গুগল ক্রোম ঘ) মজিলা ফায়ারফক্স ২৮. বিভিন্ন কাজের সময় তাৎক্ষণিক অবস্থা দেখা যায় কোথায়? ক) শিট ট্যাবে খ) স্ট্যাটাস বারে গ) রিবনে ঘ) অ্যাড্রেস বারে ২৯. এক দেশের কাজ অন্য দেশের কর্মীর মাধ্যমে সম্পন্ন করাকে কী বলে? ক) ফ্রিল্যান্সার খ) আউটসোর্সিং গ) ব্রডকাস্ট ঘ) মোবাইল-ব্যাংকিং ৩০. পৃথিবী থেকে বইয়ের দোকান কমে যাওয়ার কারণ- র. ই-বুক রর. ইন্টারনেট ররর. চলচ্চিত্র নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩১. অ্যাড্রেস বারের অবস্থান কোথায়? ক) ওয়ার্কশিটের ডানে খ) ওয়ার্কশিটৈর বামে গ) ওয়ার্কশিটৈর নিচে ঘ) ওয়ার্কশিটের উপরে ৩২. বিনা অনুমতিতে কারও কম্পিউটারে অনুপ্রবেশ করাকে কী বলে? ক) হ্যাকিং খ) হ্যাকার গ) ক্র্যাকার ঘ) ক্র্যাক ৩৩. নেটওয়ার্কের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়- র. শুধু নিজের পরিচিতদের মধ্যে রর. সারা দেশে ররর. সারা পৃথিবীতে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৪. নিচের কোনটি বিশ্বগ্রামের একটি উপাদান? ক) বই খ) মোটর গাড়ি গ) রেডিও ঘ) প্লেন ৩৫. কিসের সাহায্যে মানুষ তার জীবনকে দক্ষভাবে পরিচালিত করতে পারে? ক) রেডিওপ্রযুুক্তি খ) মোবাইলপ্রযুুুুক্তি গ) তথ্যপ্রযুক্তি ঘ) কম্পিউটার ৩৬. কম্পিউটার ভাইরাস বহনকারী মাধ্যম নিচের কোনটি? ক) নেটওয়ার্ক খ) মডেম গ) পেনড্রাইভ ঘ) রাউটার ৩৭. ওরাকল কী ধরনের সফটওয়্যার? ক) মাল্টিমিডিয়া খ) ডেটাবেজ গ) অফিস ঘ) গান শোনার ৩৮. স্প্রেডশিটের অপর নাম কী? ক) কেস্প্রেড খ) নোটপ্যাড গ) ওয়ার্কবুক ঘ) একসেস প্রোগ্রাম ৩৯. ১৯৮২ সালে কোন বাইরাসটি তার জন্ম স্থান ছেড়ে বেরিয়ে পড়ে? ক) ব্রেইন খ) ভিয়েনা গ) নিমডা ঘ) এলক ক্লোজার ৪০. জমিজমাসংক্রান্ত বিভিন্ন দলিল হলো- র. এসএ রর. বিএস ররর. বিআরএস নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪১. নেটওয়ার্ক দিয়ে কি উপস্থাপন করা যায়? ক) কম্পিউটার খ) মোবাইল গ) তথ্য ঘ) টপোলজি ৪২. ই-মেইল হলো? ক) ইলেকট্রনিক মেইল খ) ইলেকট্রিক মেইল গ) ইলেকট্রিসিটি মেইল ঘ) ইলেকট্রিক্যাল মেইল ৪৩. তথ্য শেয়ার করা যায় কোনটির মাধ্যমে? ক) ব্লগ খ) মোবাইল গ) পত্রিকা ঘ) ম্যাগাজিন ৪৪. কোন টপোলজিতে সব সময় কম্পিউটারগুলোর মাঝে বৃত্তাকার যোগাযোগ থাকে? ক) স্টার খ) মেশ গ) রিং ঘ) বাস ৪৫. উৎড়ঢ় নড়ী কী? ক) একটি হার্ডওয়্যার খ) একটি ওয়েব ব্রাউজার গ) একটি সেবা যা তথ্য সংরক্ষণ করে ঘ) একটি মোবাইলের নাম ৪৬. নিচের কোনটি নেটওয়ার্কের সাথে সম্পর্কিত? ক) ডেটা খ) ক্লায়েন্ট গ) উপাত্ত ঘ) প্রোগ্রাম ৪৭. নিচের কোনটি নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না? ক) সুইচ খ) রিপিটার গ) রাউটার ঘ) হাব ৪৮. ভিসিক্যালক (ঠরংরপধষব) কোন কোম্পানির সফটওয়্যার? ক) মাইক্রোসফট খ) অ্যাপল গ) আইবিএম ঘ) এডবি উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও : শাম্মা মাইক্রোসফট অফিস এক্সল-২০০৭ এর সাহায্যে বিভিন্ন ওয়ার্কশিটের মধ্যে সম্পর্ক তৈরি করে তার বাসার সমস্ত হিসাব-নিকাশের কাজ সম্পন্ন করে তার আম্মাকে সাহায্য করে। তার আম্মা এই কাজের জন্য বেশ খুশি হয়। ৪৯. রেডিও এর মাধ্যমে নিচের কোন কাজটি করা যায়? ক) ডেটাবেজ খ) স্প্রেডশিট গ) গ্রাফিক্স ঘ) ওয়ার্ড প্রসিসিং ৫০. একসময় তথ্য ছিল কিসের মতো? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (খ) ২. (ক) ৩. (ক) ৪. (খ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (গ) ৮. (খ) ৯. (ক) ১০. (ক) ১১. (ক) ১২. (ঘ) ১৩. (ঘ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (গ) ২০. (ক) ২১. (খ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (খ) ২৫. (খ) ২৬. (ঘ) ২৭. (খ) ২৮. (খ) ২৯. (খ) ৩০. (ক) ৩১. (ঘ) ৩২. (খ) ৩৩. (ঘ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (গ) ৩৭. (খ) ৩৮. (গ) ৩৯. (ঘ) ৪০. (ঘ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (ক) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (গ) ৪৭. (ঘ) ৪৮. (খ) ৪৯. (খ) ৫০. (ক)
×