ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তালিকায় রোনাল্ডো, বেল, গ্রিজম্যান

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ অক্টোবর ২০১৬

তালিকায় রোনাল্ডো, বেল, গ্রিজম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসেই ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা এ্যাওয়ার্ড আলাদা হয়ে গেছে। এরপর ব্যালন ডি’অর নির্বাচনের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ শুরু করেছে ফরাসী সাময়িকী ফ্রান্স ফুটবল। সোমবার রাতের মধ্যেই পুরো তালিকা প্রকাশ করার কথা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ জনের নাম জানা যায়। অনুমিতভাবেই তালিকায় আছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, একই ক্লাবের গ্যারেথ বেল, এ্যাটলেটিকো মাদ্রিদের এ্যান্টোনিও গ্রিজম্যানসহ অনেকে। প্রথম দফায় নাম ছিল না বার্সিলোনা ও আর্জেন্টিনার পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসির। তবে ফুটবলের ক্ষুদে জাদুকরের ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ সোমবার পুরো দিন মিলে মোট ছয় দফায় সংক্ষিপ্ত তালিকার ৩০ ফুটবলারের নাম ঘোষণা করবে সংগঠকরা। ধারণা করা হচ্ছে, মেসি থাকবেন সংক্ষিপ্ত তালিকায়। বেল ও রোনাল্ডো ছাড়া প্রথম দফায় ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে ম্যানচেস্টার সিটি ও আর্জেন্টিনার সার্জিও এ্যাগুয়েরোর, গ্যাবনের বরুশিয়া ডর্টমুন্ড ফুটবলার পিয়েরে এমেরিক আউমাবেয়াং এবং জুভেন্টাস ও ইতালির অধিনায়ক জিয়ানলুজি বুফনের। এছাড়া জায়গা পেয়েছেন জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো ডিবালা, গঞ্জালো হিগুয়াইন, ম্যানচেস্টার সিটির বেলজিয়ান স্ট্রাইকার কেভিন ডি ব্রুইন, এ্যাটলেটিকো মাদ্রিদের উরুগুইয়ান তারকা দিয়াগো গডিন। এবারের ব্যালন ডি’অর পুরস্কারটি ফিফা ও ফ্রেঞ্চ ফুটবল একত্রিত হয়ে দিচ্ছে না। এর আগে দুটি সংস্থা মিলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার এক সঙ্গে দিয়ে আসছিল। যেখানে প্রতিটি জাতীয় দলের কোচ, অধিনায়ক ও সাংবাদিকদের ভোটে নির্বাচিত করা হতো ব্যালন ডি’অর জয়ীকে। ২০১৬ সালের পুরস্কার জয়ী হিসেবে এগিয়ে আছেন রোনাল্ডো। কারণ ক্লাব রিয়াল মাদ্রিদকে রেকর্ড ১১তম চ্যাম্পিয়ন্স লীগ জেতানোর পাশাপাশি জাতীয় দলকে জিতিয়েছেন প্রথমবারের মতো ইউরো শিরোপা। তবে কম যাননি বেলও। রিয়ালের ইউরোপিয়ান ট্রফির পাশাপাশি নিজ দেশ ওয়েলসকে নিয়ে গেছেন ইউরোর সেমিফাইনালে। ব্যালন ডি’অর আলাদা হওয়ার পাশাপাশি নিয়ম-কানুনেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশ্বের সেরা ফুটবলারের মর্যাদার পুরস্কার দেয়া ফরাসী সাময়িকী ফ্রান্স ফুটবল জানিয়েছে, সংক্ষিপ্ত তিনজনের তালিকা আর ঘোষণা করা হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০ জন খেলোয়াড়ের মধ্যে থেকেই বর্ষসেরা ফুটবলার বেছে নেয়া হবে।
×