ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়ের সুবাস পাচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ অক্টোবর ২০১৬

জয়ের সুবাস পাচ্ছে  পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ আবুধাবী টেস্টে জয়ের পথে অনেকটাই এগিয়ে পাকিস্তান। আজ শেষ দিনে মিসবাহ-উল হকদের চাই ৬ উইকেট, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের ২৮৫ রান। স্বীকৃত ব্যাটসম্যান বলতে ক্রিজে থাকা জার্মেইন ব্লাকউড। ৪১ রান নিয়ে ব্যাট করছেন তিনি। সুতরাং টেস্ট ক্রিকেটের ইতিহাস মানলে জয় তো দূরের কথা, এই টেস্টে ক্যারিবীয়দের পক্ষে ড্র করাও প্রায় অসম্ভব! প্রথম ইনিংসে ৪৫২ রান সংগ্রহ করা পাকিস্তান সোমবার চতুর্থ দিনে ২ উইকেটে ২২৭ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন সামি আসলাম (৫০), আজহার আলি (৭৯) ও আসাদ শফিক (৫৮*)। ইউনুস খান অপরাজিত ২৯। উইন্ডিজ ২২৪/১০ ও ১৭১/৪ (ব্যাটিং)। দুবাইয়ের প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে পাকিস্তান। আজ জিতলেই এক টেস্ট হাতে রেখে সিরিজ নিশ্চিত মিসবাহদের। ১ উইকেটে ১১৪ রান নিয়ে সোমবার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। মাত্র ২৮ ওভারে আরও ১১৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করেন মিসবাহ। শফিক ১০৩ বলে ৫৮ আর ইউনুস ৫৪ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। জবাবে ৬৩ রানে ২ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে আশা দেখান ব্রেথওয়েট। আউট হওয়ার আগে ৬৭ রান করেন তিনি। আর পাকিস্তানের প্রথম ইনিংস ইউনুসের সেঞ্চুরিতে ভাস্বর। প্রথম দিনেই ক্যারিয়ারের ৩৩ নম্বর সেঞ্চুরির তুলে নেয়ার পর ১২৭ রানে আউট হয়েছেন ৩৮ বছর বয়সী তুখোড় এই উইলোবাজ। তাও আবার কদিন আগে ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠেছেন তিনি। ২০৫ বলে ১০ চার ও ১ ছক্কায় ক্যারিয়ারের ৩৩তম সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ডানহাতি ইউনুস। এর মধ্য দিয়ে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ সেঞ্চুরির মালিক গ্রেট জাভেদ মিয়াঁদাদকে অনেক পেছনে ঠেলে দেন তিনি। ৫১ সেঞ্চুরিতে অবশ্য সর্বোপরি তালিকায় সবার ওপরে শচীন টেন্ডুলকর। ৩৮ বছর বয়সী ইউনুস তার ৩৩ সেঞ্চুরির ১৩টিই হাঁকালেন ৩৫Ñএর পরে, যা নতুন রেকর্ড! মিসবাহর ৯৬ রানের দারুণ ইনিংসটার কথাও বিশেষভাবে উল্লেখ করতে হবে। ইনিংসে ৪টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ‘অধিনায়ক’ হিসেবে টেস্টে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছেন। ছাড়িয়ে গেছেন ব্রেন্ডন ম্যাককুলামকে। ৪৮ টেস্টে ‘অধিনায়ক’ মিসবাহর মোট ছক্কা ৬১টি, ৩১ টেস্টে ম্যাককুলামের ৫৯। নেতৃত্বের বিষয়টি বাইরে রাখলে অবশ্য ধুন্ধুমার সাবেক কিউই ব্যাটসম্যানের (ক্যারিয়ারে) ছক্কা ১০৭৬টি।
×