ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মরিনহোর ইউনাইটেডকে লজ্জা দিল চেলসি

প্রকাশিত: ০৫:৫৯, ২৫ অক্টোবর ২০১৬

মরিনহোর ইউনাইটেডকে লজ্জা দিল চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে রবিবার মাঠে নেমেছিল ম্যানচেস্টারের দুই ঐতিহ্যবাহী ক্লাব। কিন্তু জয়ের স্বাদ পায়নি কোন দল। দিনের প্রথম ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। কিন্তু চেলসির মাঠ থেকে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছে জোশে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচের মাধ্যমে বরখাস্ত হওয়ার পর প্রথমবারের মতো স্ট্যামফোর্ড ব্রিজে ফেরার সুযোগ পান জোশে মরিনহো। কিন্তু ম্যাচ শুরুর ৩০ সেকেন্ডের মধ্যেই পেড্রো রড্রিগুয়েজের গোলে এগিয়ে যায় তার সাবেক ক্লাব চেলসি। এরপর একে একে গ্যারি কাহিল, ইডেন হ্যাজার্ড ও এন’গোলো কান্টে গোল করে মরিনহোর হতাশাই কেবল বাড়িয়েছেন। মরিনহোর কোচিং ক্যারিয়ারেই এটা বড় ব্যবধানে হারা ম্যাচগুলোর একটি। এর আগে তার সবচেয়ে লজ্জাজনক হারটি ছিল ৫-০ ব্যবধানে। ২০১০ সালের নবেম্বরে রিয়াল মাদ্রিদে থাকার সময় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার কাছে হেরেছিলেন এই স্পেশাল ওয়ান। এমন পরাজয় ইউনাইটেডেরও সবচেয়ে বাজে হারগুলোর একটি। এর আগে ২০১১ সালের অক্টোবরে ম্যানচেস্টার সিটির কাছে ৬-১ ব্যবধানে হারের পর এটাই সবচেয়ে লজ্জাজনক পরাজয়। আর ১৯৯৯ সালের পর এবারই প্রথম এ্যাওয়ে ম্যাচে ৪ কিংবা তারও বেশি ব্যবধানে হারের স্বাদ পেল ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। জোশে মরিনহোর ক্লাব ম্যানইউকে হারানোয় পয়েন্ট টেবিলে অগ্রগতি হয়েছে চেলসির। এ্যান্তোনিও কন্তের দল ইংলিশ প্রিমিয়ার লীগের চতুর্থ স্থানে উঠে এসেছে। মৌসুমের প্রথম ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। লীগ টেবিলের শীর্ষ তিনে আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল এবং লিভারপুল। তবে এই তিন দলেরই পয়েন্ট সমান ২০। অর্থাৎ তাদের চেয়ে চেলসির পয়েন্ট ব্যবধান মাত্র ১। অন্যদিকে চেলসির কাছে হারায় ইউনাইটেড নেমে গেছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। শীর্ষ চার দলের থেকে তাদের পয়েন্টের ব্যবধান পাঁচ। আগের মৌসুমে চ্যাম্পিয়নস লীগে খেলতে না পারা ইউনাইটেডের সামনে এবারও ছিটকে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আগের বারের ব্যর্থতায় কোচের পদে লুইস ভ্যান গালের স্থলাভিষিক্ত হন মরিনহো। ম্যাচ শেষে হতাশ সাবেক রিয়াল মাদ্রিদের এই কোচ বলেন, ‘একটি কৌশল নিয়ে সব দল খেলতে নামে। কিন্তু যেভাবে আমরা গোল হজম করেছি তা মেনে নেয়া যায় না। রক্ষণভাগে আমরা বিশাল ভুল করেছি। ব্যক্তিগত ভুলগুলো আমাদের ভুগিয়েছে।’ ম্যাচের শেষ বাঁশি বাজার পর মরিনহো চেলসির কোচ এ্যান্তেনিও কন্তের কানে কানে কি যেন বলেছেন। ম্যাচের ৭০ মিনিটে যখন ইউনাইটেডের জালে চেলসি শেষ পেরেকটি ঠুকে দেয় তখন কন্তে সমর্থকদের উদ্দেশে আরও চিৎকার করার আহ্বান জানিয়েছিলেন। ম্যাচ শেষে কি তাহলে ইতালিয়ানের কানে মরিনহো বলেছিলেন যে, সেটা প্রকাশ করতে রাজি হননি মরিনহো! সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবশ্য তার স্বীকার করতে রাজি হননি স্পেশাল ওয়ান, ‘আমি যা বলেছি তা কন্তেকেই বলেছি, সেটা তোমাদের জন্য নয়। একইভাবে কন্তেও সেটাই স্বীকার করে বলেছেন, কেউ যখন ব্যক্তিগতভাবে কিছু বলে তবে সেটা নিজের মধ্যেই রাখা উচিত। জোশের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। সে একজন চমৎকার কোচ। এখানে থেকে সে অনেক কিছুই অর্জন করেছে।’ এ সময় অন্য এক সাক্ষাতকারে কন্তে তার শিষ্যদের পারফর্মেন্সের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘পুরো দলের পারফর্মেন্সে আমি দারুণ সন্তুষ্ট। আমাদের শুরুটা ভাল হয়েছিল, যে সুযোগগুলো পেয়েছি তা শতভাগ কাজে লাগিয়েছি।’ এদিকে দিনের প্রথম ম্যাচে ইস্টল্যান্ডে সিটিকে টানা পাঁচ ম্যাচ জয়বিহীন থাকতে বাধ্য করল সাউদাম্পটন। যদিও এক পয়েন্ট প্রাপ্তিতে শীর্ষে উঠতে কোন সমস্যা হয়নি পেপ গার্ডিওলার সিটির। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ম্যাচে স্প্যানিশ ক্লাব বার্সিলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার সিটি। সেই পরাজয়ের পর এটাই ছিল সিটিজেনদের প্রথম ম্যাচ। কিন্তু নিজেদের মাঠে সেইন্ট স্ট্রাইকার ন্যাথান রেডমন্ডের গোলে ম্যাচের ২৭ মিনিটেই পিছিয়ে পড়ে সিটি। যদিও বিরতির পরে স্বাগতিকরা দারুণভাবে ম্যাচে ফিরে। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কেলেচি ইহেনাচোর গোলে সমতায় ফিরে সাবেক চ্যাম্পিয়নরা। কিন্তু এরপর আর গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় পেপ গার্ডিওলার দলকে।
×