ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবচেয়ে বাজে শুরু সি আর সেভেনের!

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ অক্টোবর ২০১৬

সবচেয়ে বাজে শুরু সি আর সেভেনের!

স্পোর্টস রিপোর্টার ॥ গোল করা যেন ভুলেই গেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো! রিয়াল মাদ্রিদে আসার পর থেকে চলমান মৌসুমেই সবচেয়ে বেশি গোলখরায় ভুগছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। চলমান ২০১৬-১৭ মৌসুমে স্প্যানিশ লা লিগার প্রথম ছয় ম্যাচ থেকে মাত্র দুই গোল করেছেন রোনাল্ডো অথচ ২০১৪-১৫ মৌসুমে এই সময়ের মধ্যেই অবিশ্বাস্যভাবে ১৩ গোল করেছিলেন ৩১ বছর বয়সী এই তারকা। এমনকি গত মৌসুমকে বিবেচনায় নিলে ইতোমধ্যেই পাঁচ পাঁচটি গোল করে ফেলেছিলেন সাবেক ম্যানইউ ফুটবলার অথচ এবার সেই সংখ্যাটা মাত্র ২। এর চেয়ে বিস্ময়ের কথা, ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যু থেকে সর্বশেষ চার ম্যাচেই খালি হাতে ফিরতে হয়েছে রোনাল্ডোকে। যা বিরল এক ঘটনা। এছাড়া ড্রিবলিংয়েও ভাগ্য সুপ্রসন্ন নয় তার। লীগের প্রথম ছয় ম্যাচে ১৫ বার ড্রিবলের চেষ্টা নিয়ে মাত্র তিনবার সফল হয়েছেন তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়। সাফল্যের হার ২০ শতাংশ। এই মুহূর্তে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফির দৌড়ে সবচেয়ে এগিয়ে লিওনেল মেসি। সাতটি ম্যাচ খেলে ৭ গোল বার্সিলোনার আর্জেন্টাইন তারকার। ছয় গোল করে ফুটবলের ক্ষুদে জাদুকরের ঠিক পেছনেই আছেন তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ। অন্যদিকে ২ গোল করে জেরার্ড পিকে, সার্জিও রামোস এবং রাউল গার্সিয়াদের মতো ফুটবলারদের কাতারে রোনাল্ডো। এসব কারণেই হয়ত ব্রাজিল কোচ টিটে বলেছেন, রোনাল্ডো না মেসিই সেরা ফুটবলার। সম্প্রতি এক সাক্ষাতকারে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সেরা তারকার প্রশংসা করে ব্রাজিল কোচ বলেন, আমার কাছে মেসিই সেরা। ফুটবলে নতুন কিছু আনার বিশেষ গুণ তার আছে। তার মান ও গুণগুলোর কারণে তার বিরুদ্ধে খেলা আমাদের জন্য চ্যালেঞ্জিং। রোনাল্ডো ও নেইমারদেরও প্রশংসা করেন তিনি। বলেন, তারাই সেরা তিন। এটা নতুন কিছু নয়, তারা সেরা তিন এবং এর আগে ব্যালন ডি’অরের জন্য তাদের পছন্দ করা হয়েছিল। তবে সময়ের হিসেবে মেসি এবং রোনাল্ডো কাছাকাছি, একজন ২৯ বছর বয়সী এবং অন্যজন ৩১ বছর বয়সী। নেইমার একজন উন্নতির পথে থাকা আর বেড়ে উঠতে থাকা একজন খেলোয়াড়।
×