ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৭, ২৫ অক্টোবর ২০১৬

টুকরো খবর

১২ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৬৯ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ১২ হাজার ২শ’ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে ৬৯ আসামিকে। সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়। সিএমপি সূত্রে জানানো হয়, অভিযানে ইয়াবা ছাড়াও উদ্ধার হয়েছে ২০ লিটার মদ, ১০১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা। মাদক উদ্ধারের ঘটনায় ৯টি মামলা দায়ের হয়েছে। এছাড়া কোতোয়ালি থানা পুলিশ একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি এবং বায়েজিদ বোস্তামী থানা পুলিশ একটি সিএনজি অটোরিক্সা ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে। এদিন নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ৬৯ আসামিকে। এছাড়া ট্রাফিক আইন ভঙ্গের অপরাধে ৬৬৫টি মামলা দায়ের করা হয়েছে। কাগজপত্রবিহীন যানবাহন আটক করা হয়েছে ৩০টি। ট্রাফিক বিভাগ এদিন মোট ৩ লাখ ১৭ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করে। মানববন্ধন ও স্মারকলিপি পেশ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২৪ অক্টোবর ॥ ‘চাকরি আছে বেতন নাই, এই অবস্থার অবসান চাই’ এ সেøাগানে ইউনিয়ন পর্যায়ে পদ সৃষ্টির মাধ্যমে নিয়োগ, চাকরি জাতীয়করণসহ সকল শূন্যপদে নিয়োগের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান (পশু কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান) কল্যাণ সমিতি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এ আই টেকনিশিয়ান সমিতির জেলা সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ ৬ উপজেলার প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের নিকট তারা এক দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা হলেও সরকারী বেতন ভাতা মিলছে না। মাত্র ৫শ’ টাকা করে সম্মানিতে কাজ করতে হচ্ছে তাদের। মুন্সীগঞ্জে হাসপাতাল উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ স্বাস্থ্য সেবা মানুষের দ্বারে পৌঁছে দেয়ার লক্ষ্যে মুনসীগঞ্জ সদরের মিরকাদিমে ফাতেমা জেনারেল হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার মিরকামিদ পৌরসভার বটতলায় এই হাসপাতালটি উদ্বোধন হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাচ্চু শেখ, ডাঃ ফারজানা লাবণী, পৌরসভার পুরুষ-মহিলা কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অপহৃত শিশু টাঙ্গাইলে উদ্ধার ॥ গ্রেফতার ১ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৪ অক্টোবর ॥ জেলার কলমাকান্দা থানা পুলিশ অপহরণের পাঁচদিন পর নূরুজ্জামান নামের এক মাদ্রাসা ছাত্রকে টাঙ্গাইলের সখিপুর থেকে উদ্ধার করেছে। অপহৃত নূরুজ্জামান কলমাকান্দার কয়রা গ্রামের আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় রমজান আলী নামে অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গত বুধবার কলমাকান্দার পাঁচকাঠা বাগেজান্নাত ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এলাকা থেকে ওই মাদ্রাসার ছাত্র নূরুজ্জামান নিখোঁজ হয়। পরদিন তার বাবা আব্দুর রশিদের মুঠোফোনে ফোন করে পঁচিশ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। আব্দুর রশিদ অপহরণকারীদের দেয়া মোবাইল নম্বরে বিকাশ এর মাধ্যমে পাঁচ হাজার টাকা পাঠান এবং বিষয়টি কলমাকান্দা থানা পুলিশকে জানান। পরে কলমাকান্দা থানা পুলিশ মোবাইল ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান জানার পর রবিবার সন্ধ্যায় সখিপুর উপজেলার ৬নং ওয়ার্ডের এতিমখানা এলাকার আব্দুস সামাদের ভাড়া দেয়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার এবং রমজান আলী ওরফে বাদলকে গ্রেফতার করে। জলবায়ু ন্যায্যতা দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জলবায়ু ন্যায্যতা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের চিত্রামোড়ে বেসরকারী উন্নয়ন সংস্থা উলাসী সৃজনী সংঘ, টিআইবি ও কোস্টাল লাইভলিহুড এ্যান্ড এনভায়রনমেন্টাল এ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উলাসী সৃজনী সংঘের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি, প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি এমআর খায়রুল উমাম, ভবদহ অঞ্চলের কৃষক প্রতিনিধি প্রকাশ চন্দ্র ধর, চিত্তরঞ্জন বিশ্বাস, আবদুল আজিজ প্রমুখ। ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভাবিকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় রবিবার রাতে দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। অপরদিকে মামলা প্রত্যাহারের জন্য স্থানীয় প্রভাবশালীদের অব্যাহত চাপের মুখে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আশ্রয় নিয়েও চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ঘটনাটি ঘটেছে আগৈলঝাড়া উপজেলার নাঘিরপাড় গ্রামের। মামলার তদন্তকারী কর্মকর্তা খান মোঃ আব্দুল হক এজাহারের বরাত দিয়ে জানান, নাঘিরপাড় গ্রামের পরিমল ঘরামী কর্মের সুবাধে ঢাকাতে থাকায় স্ত্রী পুষ্প রানী তার দুই শিশু কন্যাকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করে আসছিলেন। স্বামীর অনুপস্থিতিতে একই বাড়ির লাল মোহন ঘরামীর পুত্র (চাচাত দেবর) বিধান ঘরামী প্রায়ই পুষ্পকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রবিবার দুপুরে পুষ্পকে একাকি ঘরে পেয়ে বিধান ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে শ্লীলতাহানি ঘটায়। পুষ্প রানী অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকেই আওয়ামী লীগ নেতা ফারুক বখতিয়ার ও সাবেক ছাত্রলীগ নেতা স্বপন বৈদ্যসহ স্থানীয় প্রভাবশালীরা মামলা প্রত্যাহারের জন্য তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাদের অব্যাহত হুমকির মুখে সোমবার সকালে তিনি (পুষ্প) স্বামীর বাড়ি ছেড়ে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। বিধবার হাত ভেঙ্গে দিয়েছে ভাশুর স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে তার বিধবা স্ত্রীকে পিটিয়ে বাম হাত ভেঙ্গে দিয়েছে বিধবার ভাশুর ও তার সন্তানরা। গুরুতর আহত বিধবা ফাতেমা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের রামসিদ্ধি সমাদ্দারপাড় গ্রামের। হাসপাতালে শয্যাশয়ী ওই গ্রামের মৃত নুরুল আমিন বয়াতীর স্ত্রী ফাতেমা বেগম জানান, তার স্বামীর মৃত্যুর পর চার সন্তান নিয়ে তিনি কোনমতে বেঁচে আছেন। এরই মধ্যে তার স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পরে স্বামীর বড় ভাই নুরুল ইসলামের। রবিবার সকালে হত্যার উদ্দেশ্যে তার (ফাতেমার) ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে বাম হাত ভেঙ্গে গুরুতর আহত করা হয়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বিদ্যুতস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে বিদ্যুতস্পষ্ট হয়ে শান্তা আক্তার (১০) নামে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের আগবরনগর। নিহত শান্তার বাবার নাম মজর আলী। পুলিশ জানান, বসতঘুরের বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মেয়েটি মারা যায়। ১০ জনের নামে মামলা স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর স্টেডিয়াম মার্কেটের একটি ফার্মেসিতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা পীযুষ কান্তি দে’সহ ১০ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন ফার্মেসির স্বত্বাধিকারী সাইদুল হক চৌধুরী। আদালত মামলাটি এজাহার হিসেবে আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতাকে নির্দেশ দেন। এদিকে ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় আটক ছাত্রদল নেতা প্রিন্স আহমদ খানের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে। এজাহার সূত্রে জানা যায়, কতিপয় ছাত্রলীগ নেতার দাবিকৃত চাঁদা না দেয়ায় গত বুধবার নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকায় অবস্থিত ছাত্রদল নেতা কাউসার আহমদ সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সাবেক ছাত্রলীগ নেতা পীযুষ কান্তির নেতৃত্বাধীন গ্রুপ। এ সময় ফার্মেসিতে হামলা, ব্যাপক ভাংচুরের ঘটনায় প্রতিষ্ঠানের কর্মচারীরা আহত হন। এ ঘটনায় ফার্মেসি কর্তৃপক্ষের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় মামলা করতে গেলে পুুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে। মৎস্য ও চিংড়ি চাষ বিষয়ক সেমিনার নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৪ অক্টোবর ॥ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা সহায়তা চুক্তির অংশ হিসেবে ‘মৎস্য ও চিংড়ি চাষ বিষয়ক’ এক আন্তর্জাতিক সেমিনার সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এ্যান্ড মেরিন সায়েন্স বিভাগ ও রিসার্চ সেল এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। ফিশারিজ এ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহযোগী ড. মোঃ জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্যের স্টার্লিং বিশ্ববিদ্যালয়ের এ্যাকুয়াকালচার বিভাগের ড. ফ্রান্সিস মুরে ও রিসার্চ এ্যাসোসিয়েট ড. জামিলা রিজগালা।
×