ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ অক্টোবর ২০১৬

পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৪ অক্টোবর ॥ কোম্পানীগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়ে মোঃ কালাম (৩২) নামে আটক এক ইয়াবা বিক্রেতাকে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। রবিবার গভীর রাতে উপজেলার চর এলাহী ইউনিয়নের তের চোরার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে এ ঘটনায় কালামের পাঁচ সহযোগীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হামলায় অভিযান পরিচালনাকারী পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন দুই এসআই রবিউল হক ও সাইফুদ্দীন এবং কনস্টেবল সুমন পারভেজ ও ব্যাটেলিয়ান আনসার আলাউদ্দিন। পুলিশ জানায়, রবিবার গভীর রাতে পুলিশের একটি দল চর এলাহীর তের চোরার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৭০টি ইয়াবাসহ মাদক বিক্রেতা কালামকে তার মুদি দোকান থেকে আটক করে। আটকের পর কালামকে হ্যান্ডকাপ পরিয়ে রওয়ানা দিলে পুলিশের ওপর হামলা চালিয়ে কালামকে ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে কালামকে ধরতে না পারলেও তার পাঁচ সহযোগীকে আটক করে। কক্সবাজার স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, কুতুবদিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। তবে ছিনিয়ে নেয়া আসামিকে গ্রেফতার করতে পারেনি। রবিবার রাতে পুলিশের ওপর হামলা ঘটনার পর থেকে সোমবার বিকেল পর্যন্ত কুতুবদিয়ার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার রাত ৯টায় পুলিশের ওপর হামলা চালিয়ে কুতুবদিয়া আলী আকবর ডেইল তাবলেরচর এলাকার নুর মোহাম্মদের পুত্র পলাতক আসামি আব্দুল কাদেরকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় এসআই মোঃ আমিনুল ইসলামসহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
×