ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে ভিখারির তালিকা থেকে বাদ পড়ল তিন নেতাকর্মী

প্রকাশিত: ০৫:৫৬, ২৫ অক্টোবর ২০১৬

অবশেষে ভিখারির তালিকা থেকে বাদ পড়ল তিন নেতাকর্মী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভিখারির তালিকা থেকে সেই তিন আওয়ামী নেতাকর্মীর নাম বাদ দেয়া হয়েছে। মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দৈনিক জনকণ্ঠে ‘যশোরে ভিখারির তালিকায় আওয়ামী নেতা’ শিরোনামে রিপোর্ট প্রকাশিত হয়। এতে বলা হয়, মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ শাসক দলের সচ্ছল তিন নেতাকর্মীর নাম ভিখারির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মনিরামপুরের ইউএনও কামরুল হাসান তার ফেসবুক ওয়ালে ভিখারিদেও যে তালিকা প্রকাশ করেছিলেন, সেটিই ছিল ওই রিপোর্টের উৎস। দৈনিক জনকণ্ঠে প্রকাশিত তথ্যবহুল রিপোর্টটি ব্যাপক আলোচনায় আসে। সোমবার মনিরামপুর ইউএনও’র ফেসবুক ওয়ালে ঢুঁ মেরে দেখা যায়, খেদাপাড়া ইউনিয়নের ভিখারির তালিকায় ৯৭ স্থলে ৯৪ জনের নাম রয়েছে। তালিকার ৯৫, ৯৬ ও ৯৭ নম্বরে তিন আওয়ামী নেতাকর্মীর নাম বাদ পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ওই তিন ব্যক্তির নাম বাদ দেয়ার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই ওই তিনজনের নাম বাদ দেয়া হয়েছে।
×