ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

প্রবাসী ছেলেকে বিদায় জানাতে এসে নিহত মা

প্রকাশিত: ০৫:৫৫, ২৫ অক্টোবর ২০১৬

প্রবাসী ছেলেকে বিদায়  জানাতে এসে নিহত মা

জনকণ্ঠ ডেস্ক ॥ মির্জাপুর প্রবাসী ছেলেকে বিদায় জানাতে এসে ট্রাক চাপায় চিরবিদায় হলেন মা। এছাড়া কক্সবাজারে মাদ্রাসা ছাত্র, লালমনিরহাটে তিন পথচারী ও নারায়ণগঞ্জে পোশাককর্মী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : মির্জাপুর ॥ বিদেশগামী ছেলেকে বিদায় দিতে এসে চিরবিদায় নিতে হলো মা সাবজান বেগমকে। সোমবার সকাল সাতটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আছিমতলা লৌহজং ফিলিং স্টেশনে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। সাবজান বেগমের বাড়ি মির্জাপুর উপজেলার কাটরা গ্রামে। স্বামীর নাম জয়েন উদ্দিন। ট্রাক চাপায় গুরুতর আহত তিন জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন কাটরা গ্রামের আব্দুল কদ্দুস, গৃহবধূ সাহনাজ ও তার শিশুপুত্র রেহান। জানা গেছে, সোমবার ছিল সাবজানের ছেলে রফিকুল ইসলামের সৌদি যাওয়ার তারিখ। সকালে রফিকুল ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন আছিমতলায় লৌহজং ফিলিং স্টেশনে আসেন। ছেলেকে বিদায় জনাতে মা সাবজান বেগমও তার সঙ্গে আসেন। ফিলিং স্টেশনে রফিকুল ও তার সঙ্গীরাসহ সবাই গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। সকাল সাতটার দিকে টাঙ্গাইলগামী মাছের পোনা ভর্তি ট্রাক ড্রাইভার ফিলিং স্টেশনের ওপরে উঠিয়ে দিলে বৃদ্ধা সাবজান ঘটনাস্থলেই মারা যান এবং তিন জন গুরুতর আহত হন। মায়ের মৃত্যুতে রফিকুলের বিদেশ যাওয়া হয়নি বলে জানা গেছে। কক্সবাজার ॥ সড়ক দুর্ঘটনায় শোয়াইব নামে শিশু ছাত্র নিহত হয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফুলছড়ি গেটে রবিবার বিকেলে পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে সোমবার ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত শোয়াইব (৯) চকরিয়া খুটাখালী ফুলছড়ি শিয়াপাড়ার মৃত শামসুল আলমের ছেলে এবং আলফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র। লালমনিরহাট ॥ সোমবার সকাল ৭টায় দুই যুবক ও এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার পাটগ্রাম উপজেলার মির্জার কোট গ্রামে লালমনিরহাট বুড়িমারী আন্তর্জাতিক মহাসড়কে। জানা যায়, ঢাকা মেট্রো ট ১৮১০-৩৫ নম্বরের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক দোলোয়ার হোসেন (২৭), আব্দুর ছাত্তার (২৮) ও কিশোর লাবীব হোসেনকে (১০) চাপা দেয়। ঘটনাস্থলেই লাবীব ও আব্দুর ছাত্তার মারা যায়। দেলোযার হোসেনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত তিনজনের বাড়ি মির্জার গ্রামে। নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ফিরোজা বেগম (৪২) নামে সিনহা এ্যান্ড ওপেক্স গ্রুপের পোশাক কারখানার নারী শ্রমিক যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছে। এই ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে এ মহাসড়কে কয়েক কিলোমিটার রাস্তাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, সকাল সাড়ে ৭টায় ফিরোজা বেগম রাস্তা পার হওয়ার সময় বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×