ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে ফিরে গেছে ৯৩ জন নাগরিক

প্রকাশিত: ০৫:৫২, ২৫ অক্টোবর ২০১৬

মিয়ানমারে ফিরে  গেছে ৯৩ জন নাগরিক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বর্ডার পাসের আনুষ্ঠানিকতা শেষে রওনা হয়েও গ্রীন সিগন্যাল না পেয়ে রবিবার নাফ নদীর মধ্যস্থল থেকে ফিরে আসা ৯৩ জন মিয়ানমারের নাগরিক অবশেষে সোমবার সকালে ফিরে গেছে স্বদেশে। আরাকান রাজ্যের মংডুতে সীমান্ত নিরাপত্তা বাহিনীর চৌকিতে চোরাগুপ্তা হামলার ঘটনার পর বাংলাদেশে আটকা পড়া ৯৩ জন মিয়ানমার নাগরিককে রবিবার বিকেলে সে দেশের দুটি ট্রলারে করে টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্র (ইমিগ্রেশন) জেটি দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু নাফ নদী অতিক্রম করে যেতে মিয়ানমারের সময় ৫টা অতিবাহিত হওয়ায় তাদের স্বদেশে ঢুকতে দেয়া হয়নি। জানা গেছে, দুটি বোট মিয়ানমার জলসীমায় প্রবেশ করছে দেখে দেশটির সীমান্তরক্ষী দল পুলিশ (বিজিপি) ওই বোটের মাঝীদের সঙ্গে মুঠোফোনে কথা বলে। পরদিন সকালে প্রবেশের নির্দেশনা দিয়ে ফেরত পাঠানো হয় ওই সব মিয়ানমার বাসিন্দাকে। টেকনাফ স্থলবন্দর অভিবাসন কেন্দ্রের একটি সূত্র জানায়, সোমবার সকালে স্থলবন্দর অভিবাসন বিভাগ থেকে বর্ডার পাসের আনুষ্ঠানিকতা শেষে ৯৩ জন মিয়ানমার নাগরিক সে দেশের দুটি ট্রলারে করে রওনা দেন। মিয়ানমার কর্তৃপক্ষের বেঁধে দেয়া সময় অতিবাহিত হওয়ায় তারা রবিবার মিয়ানমার ফিরতে পারেননি।
×