ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাজার মনিটরিং

প্রকাশিত: ০৫:৫০, ২৫ অক্টোবর ২০১৬

বাজার মনিটরিং

চলতি মাসের শুরুতে কয়েকটি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার পর খাদ্যমন্ত্রী বলেছিলেন পনেরো দিনের মধ্যেই বাজার নিয়ন্ত্রণে আসবে। নিয়ন্ত্রণের কোন লক্ষণ তো দেখাই যাচ্ছে না বরং এর সঙ্গে বেড়েছে সবজির দাম। অন্যান্য পণ্যের মূল্যও বেড়েছে কিছুটা। আগের বেড়ে যাওয়া নিত্যপণ্য চাল, লবণ, চিনি ও ভোজ্যতেলের সঙ্গে মৌসুমী সবজির দাম বাড়াতে সাধারণ মানুষের সাধ ও সাধ্যের মধ্যে সৃষ্টি হচ্ছে বড় ফারাক। সামর্থ্যরে ওপর এমন আঘাতের নেতিবাচক প্রতিফল গিয়ে পড়ছে পরিবারে। এই বাস্তবতায় যা হচ্ছে তা হলোÑ অসাধু ব্যবসায়ীরা অবৈধ মুনাফা লুটছে, বাজারকে করছে আরও অস্থিতিশীল এবং প্রকাশ্যেই তারা সরকারের নির্দেশ উপেক্ষা করছে; যা কিনা পড়ে আইন অমান্যের পর্যায়ে। এমন অবস্থায় বাজার যে নিয়ন্ত্রণের বাইরে ও মনিটরিংয়ের দুর্বলতার চিত্রও প্রকট হয়ে ওঠে। হেমন্তের শুরুতে বাজারে শীতের কিছু আগাম সবজি উঠতে শুরু করেছে। অন্যদিকে গ্রীষ্মকালীন সবজি কমছে। ওই জাতীয় ব্যবসায়ীরা সবজি সঙ্কটসহ নানা অজুহাত দেখাচ্ছে যা গ্রহণযোগ্য নয়। বন্যা, খরা, অতিবৃষ্টির দোহাই দিয়ে তারা এর আগে সবজির মূল্য বাড়িয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসায়ীরাও। এ কথা বলার অপেক্ষা রাখে না এ অপকা- ঘটাতে তারা সৃষ্টি করেছে সিন্ডিকেট। এই সিন্ডিকেটের খবর নতুন নয়। দিনের পর দিন তারা এটা করে আসছে। ভোক্তা অধিকার এদের কাছে তুচ্ছ। এমন চলতে থাকলে বাজার নিয়ন্ত্রণের অস্তিত্ব বলতে কিছু থাকবে কিনা সন্দেহ। আরেকটি বিষয় প্রকাশ্যে ঘটছে। সেটা হলো সবজিই হোক আর অন্য পণ্য হোক মাপে কম দিচ্ছে অতি অসাধু কিছু ব্যবসায়ী। যান্ত্রিক বা ডিজিটাল পদ্ধতির মাপের যন্ত্র ব্যবহারের নির্দেশনা থাকলেও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এখনও অনেক ব্যবসায়ী সেই পুরনো দাঁড়িপাল্লা-বাটখারা পদ্ধতি অনুসরণ করে। এমনও আছে যান্ত্রিক বা ডিজিটাল পদ্ধতির মাপন যন্ত্রে সূক্ষ্ম কারচুপি করে পণ্য বা মালে দেয়া হয় কম। যা ক্রেতা বা ভোক্তা সাধারণ ধরতে ও বুঝতে পারে না। এর প্রতিকার খুব একটা চোখে পড়ে না। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাজার মনিটরিং সেল বলে একটা কর্তৃপক্ষ আছে। তাদের কার্যক্রম ও ভূমিকা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। তাদের স্বচ্ছতা থাকা আবশ্যক। বাজার নিয়ন্ত্রণে সংস্থাটির জোরালো ভূমিকা দৃশ্যমান নয়। মনে রাখা দরকার, নিয়ন্ত্রিত বাজারই ভোক্তা অধিকার রক্ষার অন্যতম প্রধান পন্থা। দেশের বাজার ব্যবস্থাপনা শুধু কাগজে-কলমে গণবান্ধব। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বাজার অর্থনীতির নিয়মানুসারে উৎপাদন বা সরবরাহ বেশি হলে পণ্যের দাম কমে। সরবরাহ কমে গেলে দাম বাড়ে। সাম্প্রতিক বাজারের বাস্তবতা হলো, পণ্যের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত থাকলেও দাম আকস্মিকভাবে বেড়ে যাচ্ছে। সরকারী আদেশ-নির্দেশ উপেক্ষা করে এমন ঘন ঘন মূল্য বাড়ানোর মাধ্যমে সরকারের সক্ষমতাকে এরা চ্যালেঞ্জ করছে বলেই প্রতীয়মান হয়। মনে রাখা দরকার বাজার নিয়ন্ত্রণ ও নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়। দেশে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। প্রয়োজনীয় পণ্যের মূল্য তাদের নাগালের মধ্যে থাকলে সরকারের জনপ্রিয়তার পারদও হয় উর্ধগামী।
×