ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গঙ্গা যমুনা নাট্য উৎসবে ‘মহুয়া’

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ অক্টোবর ২০১৬

গঙ্গা যমুনা নাট্য উৎসবে ‘মহুয়া’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনে চলছে ‘গঙ্গ যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। এ উৎসবে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হবে নন্দিত সংগঠন নৃত্যাঞ্চলের জনপ্রিয় প্রযোজনা ‘মহুয়া’। নৃত্য নাট্যের গ্রন্থনা করেছেন মরহুম শহীদুল ইসলাম। নৃত্য পরিকল্পনা ও পরিচালনা করেছেন শামীম আরা নীপা। সঙ্গীত পরিচালনা করেছেন তপন দে। ‘মহুয়া’র বিভিন্ন চরিত্রে রূপ দিয়েছেন নদের চাঁদ : শিবলী মোহাম্মদ, হুমরা বাইদ্যা বেলায়েত হোসেন খান, সূত্রধর শফিকুর রহমান, আমির সাধু এনায়েত-এ-মাওলা জিন্নাহ, মহুয়া চরিত্রে শামীম আরা নীপা। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিন করবেন ‘নৃত্যাঞ্চলের’ অন্যান্য শিল্পীবৃন্দ। পরিবেশনায় নৃত্যাঞ্চল। বাংলা সাহিত্যের কালজয়ী গীতি উপাখ্যান ‘মহুয়া’র কাহিনী ময়মনসিংহ গীতিকা থেকে সংগৃহীত। পল্লী কবি দ্বিজ কানাই এই অমর মানবিক প্রণয়গাথা রচনা করেছিলেন। এ দেশের লোকমানসে ‘মহুয়া’ একটি অশ্রুময় প্রেম অভিজ্ঞতার নাম। শাশ্বত মানবিক আবেদন মহুয়ার ঐশ্বর্য। চিরায়ত সাহিত্যের আসনে অক্ষয় তার স্থান। সব প্রকার ক্ষুদ্রতা, সামাজিক ও সাম্প্রদায়িক বিভেদবোধ এবং লোভলালসার ঊর্ধ্বে শাশ্বত প্রণয়মহিমা ও উচ্চতর মানবীয় চেতনারই জয় ঘোষিত হয়েছে নৃত্য নাট্য ‘মহুয়া’ গাঁথায়। এ কাহিনীর নায়ক নদের চাঁদ প্রণয়িনী মহুয়ার জন্য ঘর ছেড়েছে, সর্বহারা বিবাগী বাউল হয়ে ঘুরে বেড়িয়েছে পথে প্রান্তরে, অরণ্যভূমিতে। আর মহুয়া? মহুয়ার প্রেম নির্ভীক, আনন্দপূর্ণ, শ্রাবণের শতধারার মতো দুঃখ এসেছে, কিন্তু প্রেমের মুক্তো হার কণ্ঠে পরে ‘মহুয়া’ চিরবিজয়ী। মৃত্যুকে বরণ করে মৃত্যুঞ্জয়ী হয়েছে।
×