ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় তারিক সুজাতের কাব্যগ্রন্থের প্রকাশনা

প্রকাশিত: ০৫:৪৬, ২৫ অক্টোবর ২০১৬

ফ্রাঙ্কফুর্ট বইমেলায় তারিক সুজাতের কাব্যগ্রন্থের প্রকাশনা

সংস্কৃতি ডেস্ক ॥ কবি তারিক সুজাতের কাব্যগ্রন্থ ‘জন্মের আগেই আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন’ জার্মানের ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ১৯ অক্টোবর প্রকাশ হয়। বইটি প্রকাশ করে ‘অন্যপ্রকাশ’। বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- লেখক মনজুরুল ইসলাম, সংস্কৃতি সচিব বেগম আকতারি মমতাজ, জার্মানিতে বাংলাদেশের রষ্ট্রদূত মোঃ আলী রেজা সরকার, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনি, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম ও কবি তারিক সুজাত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ কালি ও কলম সম্পাদক কবি-লেখক আবুল হাসনাত, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, জার্মান প্রবাসী কবি নাজমুন নাহার পিয়ারী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, তারিক সুজাত তার কবিতায় নতুন চিত্রকল্প ব্যবহারে পারদর্শিতার পরিচয় দিয়ে আসছেন। এ গ্রন্থেও এর বহুমাত্রিক প্রয়োগে কবির নৈপণ্যুতার স্বাক্ষর সুস্পষ্ট। যে ঘটনার প্রেক্ষিত্রে এ গ্রন্থের নাম কবিতাটি রচিত তা অত্যন্ত বেদনাবিধুর।
×