ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুতের্তেকে হেগের আদালতে দাঁড় করাতে চান ফিলিপিনো সিনেটর

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ অক্টোবর ২০১৬

দুতের্তেকে হেগের আদালতে দাঁড়  করাতে চান  ফিলিপিনো সিনেটর

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের ‘ভয়ানক’ মাদকবিরোধী অভিযানের আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির সিনেটের একজন শীর্ষস্থানীয় সদস্য। তিনি মাদকবিরোধী এই নিধনযজ্ঞের জন্য দুতের্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছেন। জুন থেকে মাদকবিরোধী অভিযানে দেশটিতে তিন হাজার আট শ’র বেশি লোককে হত্যা করা হয়েছে। খবর গার্ডিয়ানের। সিনেটর লিইলা ডি লিমা জানান, আন্তর্জাতিক হস্তক্ষেপ একমাত্র উপায় যা প্রেসিডেন্ট দুতের্তের রাষ্ট্রীয় মদদে চালানো বিচারবহির্ভূত হত্যাকা- থামাতে পারে। যে হত্যাকা-ে দেশটির কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
×