ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পিছিয়ে থাকলেও জিততে পারি ॥ ট্রাম্প শিবির

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ অক্টোবর ২০১৬

পিছিয়ে থাকলেও জিততে পারি ॥ ট্রাম্প শিবির

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় বাকি থাকতে হিলারির চেয়ে রিপাবলিকান প্রার্থী পিছিয়ে আছেন বলে স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির। খবর গার্ডিয়ান ও বিবিসির। ট্রাম্পের ক্যাম্পেন ম্যানেজার কেল্যানি কনওয়ে বলেন, ‘আমরা পিছিয়ে আছি। তার (হিলারির) কিছু বাড়তি সুবিধা রয়েছে।’ ‘তবে এখনই আমরা হাল ছেড়ে দিচ্ছি না। আমরা জানি, এ অবস্থা থেকেও জিততে পারি,’ যোগ করেন তিনি। গত শুক্রবার খোদ ট্রাম্প নিজেই স্বীকার করেন, তিনি হারতে পারেন। নতুন জনমত জরিপে দেখা গেছে, হিলারি জাতীয়ভাবে ও কিছু গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বেশ ভালভাবেই এগিয়ে আছেন। তার প্রচার শিবির ভবিষ্যদ্বাণী করেছে, আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্যাম্পেন ম্যানেজার রবি মুক রবিবার ফক্স নিউজকে বলেন, এবার আরও বেশি মানুষ ভোট দেবে। যেটি ইতোপূর্বে কখনও ঘটেনি। রিপাবলিকানদের ঘাঁটি উটাহ ও আরিজোনার মতো অঙ্গরাজ্যে পরিচালিত জনমত জরিপ বলছে, কয়েক দশকের মধ্যে এই প্রথমবারের মতো এসব অঙ্গরাজ্য ডেমোক্রেটদের দখলে চলে যেতে পারে। ট্রাম্পের ক্যাম্পেন ম্যানেজার বলেন, রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে নেতিবাচক বিজ্ঞাপন বাবদ অঢেল অর্থ ঢালার ক্ষেত্রে হিলারি শিবিরের বিশাল আর্থিক সুবিধা রয়েছে। সেই সঙ্গে তাদের সঙ্গে রয়েছেন নামীদামী প্রচারকরাও। কেল্যানি কনওয়ে বলেন, হিলারির পাশে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও স্বামী বিল ক্লিনটন। যিনি প্রচার চালিয়ে যাচ্ছেন। আরও পাশে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও ফার্স্টলেডি, ভাইস প্রেসিডেন্ট। সবাই তার চেয়ে অনেক বেশি জনপ্রিয়। তিনি বলেন, তবে মনে হয় না এই নির্বাচন শেষ হয়ে গেছে এবং আপনারা বুঝতে পারছেন প্রচার অভিযানে ট্রাম্পের প্রতি সমর্থনের ব্যাপকতা। রবিবার ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প বলেন, নির্বাচন কেবল ‘সুষ্ঠু’ হলেই তার বাবা ফল মেনে নেবেন। এদিকে, হিলারির প্রচার শিবির আত্মতুষ্টিতে না ভুগতে সতর্ক করে বলেছে, কয়েকটি জরিপে দেখা গেছে- ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের মধ্যে রিপাবলিকানদের এক সুতায় গাঁথতে পারেন। যেমন, হিলারির প্রচার সহযোগীরা বলছেন, তারা দিধান্বিত ইলেক্টোরেট থেকে ট্রাম্পের সুবিধা নেয়ার ঝুঁকি বাদ দেননি। বিশেষ করে ওহাইওর মতো অঙ্গরাজ্যগুলো যেখানে ভোটারদের অবস্থা দোদুল্যমান। হিলারির ক্যাম্পেন ম্যানেজার রবি মুক রবিবার সিএনএনকে বলেন, ‘গুরুত্বপূর্ণ এসব অঙ্গরাজ্যকে জয়-পরাজয়ের কারণ মনে করা হয়।
×