ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মসুল পুনরুদ্ধারে কুর্দী ও তুর্কী বাহিনীর অভিযান শুরু

প্রকাশিত: ০৫:৪৫, ২৫ অক্টোবর ২০১৬

মসুল পুনরুদ্ধারে কুর্দী ও তুর্কী বাহিনীর  অভিযান শুরু

ইরাকী বাহিনী আইএস জঙ্গীদের কবল থেকে মসুল পুনরুদ্ধারের লক্ষ্যে ফাঁদ, চোরাগোপ্তা হামলা এবং আত্মঘাতী গাড়িবোমা মোকাবেলা করে রবিবার নগরীর চারদিকে অবরোধ আরও তীব্র করেছে। একই সঙ্গে ইরাকের অন্যত্র জঙ্গী হামলার জন্য দায়ী জঙ্গীদের খুঁজছে। এদিকে কুর্দী বাহিনী সোমবার ভোরের দিকে মসুলের উত্তর-পূর্বে বাশিকায় নতুন করে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। আইএস জঙ্গীদের বিতাড়িত করে শহরটির দখল নিতে এখানে ১০ হাজার কুর্দীযোদ্ধা ব্যাপক আক্রমণ শুরু করেছে। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, কুর্দী পেশমার্গা যোদ্ধারা অনুরোধ করায় তুর্কী বাহিনী তাদের সামরিক সহায়তা দিচ্ছে। তিনি বলেন, তারা বাশিকা ঘাঁটিতে মোতায়েন আমাদের সৈন্যদের সহায়তা চেয়েছে। তাই আমরা কামান, গোলন্দাজ ইউনিট, ট্যাঙ্ক ও কামান দিয়ে তাদের সহায়তা করছি। রবিবার তুরস্কের পশ্চিমাঞ্চলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুর্কী প্রধানমন্ত্রী এ কথা জানান। ইরাক সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাশটন কার্টারের তুর্কী সামরিক অংশগ্রহণের প্রস্তাব বাগদাদ নাকচ করার একদিন পর আঙ্কারা বাশিকা ঘাঁটি থেকে মসুল অভিযানে সহায়তা করার কথা জানাল। খবর এএফপির। ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুলের কাছে বাশিকা শহর পুনরুদ্ধারে কুর্দী বাহিনী ইসলামিক স্টেট (আইএস) জিহাদীদের অবস্থানে নতুন করে হামলা শুরু করেছে। কুর্দী পেশমার্গা কমান্ডাররা জানিয়েছেন, তারা আইএস অধিকৃত এলাকার একটি বড় অংশ পুনরুদ্ধার করেছেন। এছাড়াও তারা একটি মহাসড়কের নিয়ন্ত্রণ নিয়েছেন। এতে আইএস জিহাদীদের অবাধ চলাচলের ক্ষেত্র সীমিত হয়ে পড়েছে।
×