ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেক্সিমকোর দ্বিতীয় ওষুধ রফতানির অনুমোদন

প্রকাশিত: ০৫:৪৩, ২৫ অক্টোবর ২০১৬

বেক্সিমকোর দ্বিতীয় ওষুধ রফতানির অনুমোদন

কার্ডিওভাসকুলার ড্রাগ বেটাপেসের জেনেরিক ভার্সন সোটালোল হাইড্রক্লোরাইডের এএনডিএ অনুমোদন পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ২০১৫ সালে জুন মাসে কার্ভোডিলল এর অনুমোদন লাভ করার পর এটি বেক্সিমকো ফার্মার দ্বিতীয় পণ্য। যা ইউএস এফডিএর অনুমোদন লাভ করল। কোম্পানিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এ অনুমোদন লাভের ফলে বেক্সিমকো ফার্মা ৮০, ১২০ ও ১৬০ মিলিগ্রাম সোটালোল ট্যাবলেট উৎপাদন করতে পারবে। ২০১৭ সালের প্রথম প্রান্তিকের মধ্যে সোটালোল ট্যাবলেট বাজারজাত করার আশা করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। আইএমএস এর তথ্য অনুযায়ী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে টেভা, কোয়ালিটেস্ট, এ্যাপোটেক্স এবং স্যানডোজ নামের চারটি কোম্পানির সোটালোল জেনেরিক ট্যাবলেট বাজারে চালু রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×