ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিভিও পেট্রো কেমিক্যালের লভ্যাংশ বেড়েছে

প্রকাশিত: ০৫:৪২, ২৫ অক্টোবর ২০১৬

সিভিও পেট্রো কেমিক্যালের লভ্যাংশ বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত অর্থবছরে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির মুনাফা কমলেও শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা বেড়েছে। তবে এ লভ্যাংশ মুনাফার ৩৩.৭৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ২০১৫-১৬ অর্থবছরে কোম্পানি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৭.৪০ টাকা। এর বিপরীতে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ বা প্রতিটি শেয়ারে ২.৫ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে কোম্পানি আগের বছরের ৯.১৭ টাকার ইপিএসের বিপরীতে ১৫ শতাংশ বা প্রতিটি শেয়ারে ১.৫ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এ হিসাবে ২০১৫-১৬ অর্থবছরে ১৯.৩০ শতাংশ ইপিএস কমলেও, লভ্যাংশ ঘোষণা বেড়েছে ৬৬.৬৭ শতাংশ। এদিকে কোম্পানির পরিচালনা পর্ষদ মুনাফার ৩৩.৭৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। বাকি ৬৬.২২ শতাংশ বা প্রতিটি শেয়ারে ৪.৯ টাকা কোম্পানির রিজার্ভে যোগ হবে। কোম্পানির ২৪ কোটি ৭৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে ৭ কোটি ৬১ লাখ টাকার রিজার্ভ রয়েছে। তবে সর্বশেষ বছরে মুনাফার তুলনায় লভ্যাংশ কম ঘোষণা করায় এ রিজার্ভ আরও বাড়বে। ২০১৬ সালের ৩০ জুনে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০.৫০ টাকা। কোম্পানির ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয় চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কর্পোরেট অফিস, ৩৭ কাটালগঞ্জ, চিটাগাং এ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর কোম্পানির শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ২১ নবেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
×