ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভ্যাট দেয়ার মানসিকতা তৈরি করতে হবে

প্রকাশিত: ০৫:৪১, ২৫ অক্টোবর ২০১৬

ভ্যাট দেয়ার মানসিকতা তৈরি করতে হবে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, অনেকের কর দেয়ার সামর্থ্য থাকলেও তাদের মধ্যে সে মানসিকতা নেই। কিন্তু দেশ উন্নত করতে গেলে ভ্যাট অনেক জরুরী। এজন্য ভ্যাট দেয়ার মানসিকতা তৈরি করতে হবে। ভ্যাট দিতে ব্যবসায়ীদের উৎসাহিত করতে হবে। ভ্যাটের পরিমাণ যত বাড়বে জনকল্যাণমূলক প্রকল্পের বাজেটও তত বাড়বে। সোমবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের তত্ত্বাবধানে এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়নের লক্ষ্যে এ সেমিনার আয়োজিত হয়। বিশেষ অতিথি ছিলেন কর আপীল আদালত চট্টগ্রামের কমিশনার মাহবুব হোসেন।-অর্থনৈতিক রিপোর্টার
×