ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরচুলা তৈরি করে স্বাবলম্বী হচ্ছে নারীরা

প্রকাশিত: ০৫:৪১, ২৫ অক্টোবর ২০১৬

পরচুলা তৈরি করে স্বাবলম্বী হচ্ছে নারীরা

পরচুলা তৈরির কাজ করে সংসারে আর্থিক স্বচ্ছলতা এনেছেন ঠাকুরগাঁওয়ের ভালুকাই গ্রামের এক শ’র বেশি নারী। পাল্টে যাচ্ছে গ্রামের আর্থসামাজিক অবস্থা। টঙ্গীর এক পরচুলা তৈরির কারখানায় কাজ শিখে ১০ বছর আগে গ্রামে ফিরে নিজেই উদ্যোক্তা হয়ে ওঠেন কনিকা বেগম। নিজের গ্রামেই গড়ে তোলেন পরচুলা তৈরির কারখানা। সেখানে শ্রমিক হিসেবে যুক্ত করেন এলাকার দরিদ্র নারীদের। তিন বছর ধরে কাজ করা খাদিজা বলেন, পরচুলা তৈরি করে প্রতি মাসে দুই থেকে তিন হাজার টাকা পেয়ে থাকি। আর এ টাকা দিয়েই ছেলেমেয়ের পড়াশোনা ও সংসারে খরচ করি। এ পরচুলা তৈরির কারখানায় অনেক শিক্ষার্থীও কাজ করে তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য।-অর্থনৈতিক রিপোর্টার
×