ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৫:৪১, ২৫ অক্টোবর ২০১৬

বাংলাদেশে বিনিয়োগে  আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারপ্রদত্ত টেক্স হলিডে, ডিউটি ফ্রি ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট, লভ্যাংশ ফেরতসহ বিভিন্ন সুযোগ-সুবিধা অবহিত হয়ে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন কুয়েতের ব্যবসায়ীরা। কুয়েত সফররত চিটাগাং চেম্বার বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন কুয়েত চেম্বার অব কমার্স নেতৃবৃন্দ। চিটাগাং চেম্বার সভাপতি এবং এফবিসিসিআই ও সার্ক চেম্বারের সহ-সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধি দলটি এখন কুয়েত সফরে রয়েছেন। তাদের লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগ পরিবেশসহ অনুকূল অবস্থাগুলো কুয়েতের ব্যবসায়ীদের কাছে তুলে ধরা। সোমবার চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, বাণিজ্য প্রতিনিধি দলটি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কুয়েতের বিভিন্ন ট্রেডবডির সঙ্গে বৈঠক করছেন। কুয়েত চেম্বার নেতা আহমেদ জে আল ওমর জানান, বাংলাদেশ সরকার কর্তৃক বিদেশী বিনিয়োগের জন্য প্রদত্ত এসব সুবিধা সম্পর্কে তারা অবহিত ছিলেন না।
×