ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় ১ নবেম্বর থেকে আয়কর মেলা

প্রকাশিত: ০৫:৪০, ২৫ অক্টোবর ২০১৬

খুলনায় ১ নবেম্বর থেকে আয়কর মেলা

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা কর অঞ্চলের ২২টি সার্কেলে মোট টিআইএনধারী করদাতার সংখ্যা ২ লাখ ৪০ হাজার ৩২৭ জন। সপ্তাহব্যাপী আয়কর মেলা উপলক্ষে সোমবার নগরীর বয়রা কর ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আগামী ১ থেকে ৭ নবেম্বর কর ভবনে এ মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ থেকে ৩০ নবেম্বর আয়কর সপ্তাহ এবং ৩০ নবেম্বর আয়কর দিবস পালিত হবে। ৩০ নবেম্বরই রিটার্ন দাখিলের শেষদিন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর কমিশনার (খুলনা কর আপীল অঞ্চল) প্রশান্ত কুমার রায় ও কর কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ। সংবাদ সম্মেলনে জানানো হয়, করদাতাদের কাছ থেকে ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ১৫৮ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪০ কোটি টাকা। কর মেলার বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় রিটার্ন ফরম পূরণে সহায়তার জন্য হেল্প ডেস্ক, সোনালী/জনতা ব্যাংকের বুথ এবং নারী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য আলাদা কাউন্টার থাকবে। এছাড়াও মেলায় আয়কর অধিক্ষেত্র সংক্রান্ত তথ্য এবং আয়কর আইন বিষয়ক পরামর্শ দেয়া হবে। ইতোমধ্যেই মেলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জনগণের সার্বিক অংশগ্রহণ নিশ্চিত করতে আগামী ২৯ অক্টোবর থেকে খুলনা বিভাগীয় শহরে প্রচার শুরু হবে। সংবাদ সম্মেলনে কর কমিশনার ইকবাল হোসেন, অতিরিক্ত কর কমিশনার রিয়াজুল ইসলাম, সহকারী কর কমিশনার খুরশীদ আলম, উপস্থিত ছিলেন।
×