ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আয়কর সংক্রান্ত তথ্য পেতে চাইলে

প্রকাশিত: ০৫:৪০, ২৫ অক্টোবর ২০১৬

আয়কর সংক্রান্ত তথ্য পেতে চাইলে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আয়কর সংক্রান্ত সকল তথ্য যেমন- আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপন, পরিপত্র, অর্থ আইন, আয়কর জমা দেয়ার কোড এবং আয়কর সংক্রান্ত প্রশ্নোত্তরসহ সকল তথ্য এখন িি.িমড়ষফবহনঁংরহবংংনফ.পড়স ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। প্রতি বছর আইন ও বিধিসমূহ পরিবর্তন হয়। অর্থ আইন ২০১৬ পর্যন্ত যে বিধিগুলো বাতিল হয়েছে তা রেড মার্কিং করে দেখানো হয়েছে। এমনকি তা কোন্ বছরে বাতিল বা সংশোধন করা হয়েছে তা ফুট নোটের মাধ্যমে চিহ্নিত করে দেয়া হয়েছে। শুরু থেকে ২০১৬ সাল পর্যন্ত সকল এসআরও পাওয়া যাচ্ছে। ট্যাক্স ক্যালকুলেটরে প্রতিটি রিটার্ন ফরম এক্সেলে কনভার্ট করে দেয়া আছে। ফরমগুলো ডাউনলোড করে যে কেউ তার তথ্য ইনপুট দিলেই অটোমেটিক রিটার্ন তৈরি হয়ে যাবে। রিটার্ন তৈরি হয়ে গেলে প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করলেই রিটার্ন জমা দেয়া যাবে। এছাড়া আয়কর রিটার্ন কোথায় জমা দেবেন সে লক্ষ্যে প্রতিটি সার্কেলের ঠিকানা ও টেলিফোন নম্বর পাওয়া যাবে জুরিসডিকশনে। যে কেউ চাইলে এ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজেও তথ্য দিতে পারেন এবং যে কোন প্রশ্ন করতে পারবেন।
×