ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ছোট টাচস্ক্রিন ফোন

প্রকাশিত: ০৫:৩৬, ২৫ অক্টোবর ২০১৬

সবচেয়ে ছোট টাচস্ক্রিন ফোন

স্মার্টফোন কেনার সময় বেশির ভাগ ক্ষেত্রেই সবাই একটু বড় পর্দার স্মার্টফোন ব্যবহার করতে চান। যাতে নেট ব্রাউজিং, সিনেমা দেখার কাজটা আরামদায়ক হয়। এ কথা মাথায় রেখে মাঝখানে আইফোনও বড় আকৃতির ৫ দশমিক ৫ ইঞ্চি স্ক্রিনের ফোন তৈরি করেছিল। অবশ্য সেটা খুব বেশি জনপ্রিয়তা না পাওয়ায় আইফোন এসই মডেলের মাধ্যমে আবার চার ইঞ্চির স্ক্রিনে ফেরত এসেছে এ্যাপল। তবে এবার ভিফোন এস-৮ নামের এক ফোন বাজারে এসেছে। বলা হচ্ছে এটিই সবচেয়ে ছোট টাচস্ক্রিনের ফোন। মাত্র ১ দশমিক ৫৪ ইঞ্চির ২ দশমিক ৫ ডি কার্ভড স্ক্রিনের এই ফোনটিতে রয়েছে তিনটি ভার্চুয়াল বাটন। ফোনটিতে রয়েছে একটি স্পীকার ও মাইক্রোফোন। এছাড়া ব্লুুটুথ এয়ারফোনও ব্যবহার করা যাবে ফোনটিতে। হ্যান্ডসেটটির ওজন মাত্র ৩০ গ্রাম। ছোট এই ফোনটিতে বিভিন্ন উপাদানের মধ্যে রয়েছে বিল্ট-ইন এমএম রেডিও, হার্ট রেট সেন্সর, প্যাডোমিটার, লাইট সেন্সর ও ৬৪ মেগাবাইটের র‌্যাম। ইন্টারনাল স্টোরেজ রাখা হয়েছে ১২৮ মেগাবাইটের। প্রাথমিকভাবে চীনের বাজারে ছাড়া হয়েছে ফোনটি। -দ্য ডিজিটাল ট্রেন্ড
×