ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ট্রাইব্যুনালে জনবল কমানোর পক্ষে এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৫:৩১, ২৫ অক্টোবর ২০১৬

ট্রাইব্যুনালে জনবল কমানোর পক্ষে এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার ॥ মানবতাবিরোধী শীর্ষ অপরাধীদের বিচারের পর ট্রাইব্যুনালে জনবল কমানোর পক্ষে মতামত ব্যক্ত করলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, ‘ট্রাইব্যুনালে যত লোকবল আছে তা রাখার প্রয়োজন আছে বলে মনে করি না। তদন্তের ব্যাপারেও না, প্রসিকিউশনের ব্যাপারেও না।’ সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ২৩ অক্টোবর আওয়ামী লীগের কাউন্সিলে বলা হয়েছে, যদি একজনও যুদ্ধাপরাধী থাকে তার বিচার অব্যাহত থাকবে। সেই বিচার বর্তমান অবস্থায় হবে, নাকি জেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে সেটা সরকারের সিদ্ধান্ত। এছাড়া পুরনো হাইকোর্ট ভবন থেকে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৩০ অক্টোবরের মধ্যে সরিয়ে নেয়ার জন্য সুপ্রীমকোর্ট চিঠি দিয়েছে। সেই বিষয়ে মাহবুবে আলম বলেন, সরকার যদি মনে করে এ বিচার জেলা পর্যায়ে নিয়ে যাবে তবে অন্য কথা। এছাড়া সরকার যদি মনে করে হাইকোর্টের বিচারপতিদের এখান থেকে প্রত্যাহার করে জেলা পর্যায়ের বিচারকদের নিয়োগ করতে পারেন।
×